ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শ্রীলঙ্কা সিরিজে জাতীয় দলের নতুন কোচিং স্টাফ

শ্রীলঙ্কা সিরিজে জাতীয় দলের নতুন কোচিং স্টাফ

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৩:৩৫

জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফের বেশির ভাগ সদস্যের মেয়াদ শেষ হয়ে গেছে ৩০ নভেম্বর। ট্রেনার নিকোলাস লি, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট বিশেষ ব্যবস্থায় কাজ করছেন বর্তমানে। ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের সঙ্গে থাকবেন তারা। 

এর পর প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচ নিক পোথাস ছাড়া বাকিরা যে যাঁর গন্তব্যে চলে যাবেন। যদিও কিউইদের বিপক্ষে সিরিজ শেষেই জাতীয় দলের কোচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান বিসিবির একজন কর্মকর্তা।

কোচিং স্টাফের শূন্যপদে নিয়োগ দেওয়া হবে বিপিএল শেষে। ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ মাঠে গড়াবে পূর্ণ কোচিং স্টাফ নিয়ে।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ দিয়ে চুক্তি শেষ হওয়ায় চলে গেছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, কম্পিউটার এনালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখর। চুক্তি শেষ হয়েছে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গেও।  

আরও পড়ুন

×