৪ ম্যাচ খেলেই ‘প্রিয়’ ফরম্যাটকে বিদায় ক্লাসেনের

ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪ | ১৪:৪৫ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪ | ১৫:১৮
সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার হেনরিখ ক্লাসেন। তবে টেস্ট ক্রিকেট আর না খেললেও প্রোটিয়াদের হয়ে সাদা বলের দুই ফরম্যাটেই তিনি খেলা চালিয়ে যাবেন।
২০১৯ সালে টেস্ট অভিষেকের পর থেকে কখনোই টেস্টে নিয়মিত হতে পারেননি ক্লাসেন। গত ৫ বছরে তিনি খেলেছেন মাত্র ৪টি টেস্ট। এই চার ম্যাচে করেছেন ১০৪ রান, নেই কোনও হাফ সেঞ্চুরিও। প্রোটিয়াদের হয়ে সাদা পোশাকে তিনি সবশেষ মাঠে নেমেছিলেন গত বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে।
ইন্সটাগ্রামের এক পোস্টে ব্যাপারটি নিশ্চিত করে ৩২ বছর বয়সী ক্লাসেন জানান, ‘কয়েকটি নির্ঘুম রাতের পর আমি ভেবেছি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কিনা। শেষ পর্যন্ত আমি টেস্ট ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্তই নিচ্ছি। এটা দারুণ একটা যাত্রা ছিল। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। এটা কঠিন সিদ্ধান্ত, কারণ ক্রিকেটে বেশ বড় ব্যবধানে এটি আমার সবচেয়ে প্রিয় সংস্করণ।’
তিনি যোগ করেন, ‘মাঠে এবং মাঠের বাইরে যে লড়াইয়ের মুখোমুখি হয়েছি, সেগুলোই আমাকে আজকের ক্রিকেটার বানিয়েছে। দারুণ একটি ভ্রমণ ছিল এবং আমি দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। যেগুলো পেয়েছি, এর মধ্যে আমার ব্যাগি টেস্ট ক্যাপটিই সবচেয়ে মূল্যবান।’
সাদা বলের ক্রিকেটে প্রোটিয়াদের হয়ে বরাবরই দারুণ পারফর্ম করেছেন ক্লাসেন। এই বিশ্বকাপেও তার ব্যাটে ঝড় উঠেছিল। ওয়ানডে ও টি-২০ তে সুযোগ পেলেও টেস্টে তাকে নেওয়ার ব্যাপারে বরাবরই গড়িমসি করেছে দক্ষিণ আফ্রিকা ম্যানেজমেন্ট।
- বিষয় :
- হেনরিখ ক্লাসেন