স্ত্রীর অগোচরে অন্য নারীর সঙ্গে দুবার পরকীয়া, ভুল স্বীকার ওয়াকারের

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪ | ১৩:০৫
মাসকয়েক আগে পরকীয়ায় জড়িয়ে সদ্যই আলোচনায় আসেন সিটির ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার। ম্যানচেস্টারের একটি পানশালায় অজ্ঞাত নারীর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানো ধরা পড়েন। তারপর আরও কয়েকটি ঘটনা সামনে আসে। ২০১৯ সালে ওয়াকারের তিন সন্তানের জননী অ্যানিকে ফাঁকি দিয়ে ইংলিশ মডেল লরিন গুডের সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়ান ইংলিশ ফুটবলার। লরিন-ওয়াকারের সন্তানও আছে।
এই মাসের শুরুতে প্রতারণতার অভিযোগ এনে ওয়াকারের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন স্ত্রী অ্যানি। ওয়াকারকে বাড়ি থেকেও বের করে দিয়েছিলেন। যদিও সেই সিদ্ধান্ত থেকে পরে সরে আসেন তিনি।
এরপর গণমাধ্যম দ্য সানের কাছে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমা চান ওয়াকার। ওয়াকার জানান, তিনি আহাম্মকের মতো কাজ করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন। ম্যানসিটি তারকা লরিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বলেছেন, তিনি এবং লরিন কখনো সম্পর্কে ছিলেন না। মূলত, ‘ওয়ান নাইট স্টান্ডের’ ফলাফল হিসেবে আলোর মুখ দেখেছে তাদের দুই সন্তান।
সাক্ষাৎকারে ওয়াকার জানিয়েছেন, তার পরকীয়ার কথা কীভাবে জানিয়েছেন স্ত্রী অ্যানিকে। সিটির অনুশীলন মাঠ থেকেই ফোন করে ওয়াকার অ্যানিকে বলছিলেন, ‘আমি তোমাকে কিছু বলতে চাই। আমি একজনের সঙ্গে রাত কাটিয়েছি।’ এই কথা শুনতেই রেগেমেগে আগুন হয়ে যান অ্যানি। এর মধ্যেই ওয়াকার আবার বলতে থাকেন, ‘আমি তোমাকে আরও কিছু বলতে চাই।’ যা শুনেই অ্যানি তখন চিৎকার করে বলেন, ‘কাইল, না, আমি হাতজোড় করছি, এখানে আর কিছু থাকতে পারে না। দয়া করে এটা বলবে না যে ওর সঙ্গে তোমার বাচ্চাও আছে।’ ওয়াকার তখন অ্যানিকে জানান যে লরিনের গর্ভে তার সন্তানও আছে।
ওয়াকার বলেছেন, ‘আমি যা করেছি তা ভয়ঙ্কর এবং আমি সম্পূর্ণভাবে দায়ী। আমি নির্বোধ ও বোকার মতো সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ভাবতেও বা চিন্তাও করতে পারি না অ্যানি কিসের মধ্য দিয়ে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করার চেষ্টা করেছি কিন্তু তার মনে ব্যাথা ও আঘাত আছে।’
সিটি ডিফেন্ডারের এমন সাক্ষাৎকারে ক্ষুব্ধ হয়েছেন লরিন। ওয়াকারকে ‘প্রতারক’ বলে উল্লেখ করেছেন তিনি। জানিয়েছেন, ওয়াকারের সঙ্গে 'দীর্ঘদিনের, অন্তরঙ্গ, প্রেমময় এবং স্নেহপূর্ণ সম্পর্ক' ছিল তার।
নিজের ব্যক্তিগত জীবনের এই কেলেঙ্কারি গণমাধ্যমের আলোচনা থেকে গোপন রাখতে ম্যানচেস্টার সিটি ছাড়ার কথা ভেবেছিলেন বলেও জানিয়েছেন ওয়াকার। তিনি বলেন, ‘আমি পালাতে চেয়েছি। আমি কি ম্যানসিটি ছাড়তে চাই? না, আমি তা পারি না। আমরা এই মুহূর্তে বিশ্বের সেরা দল। কিন্তু ইংল্যান্ড ও গণমাধ্যম থেকে পালিয়ে বাঁচতে বায়ার্ন আমার পছন্দের তালিকায় ছিল।’
- বিষয় :
- পরকীয়া