ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রধান নির্বাচক লিপুর সামনে যে চ্যালেঞ্জ

প্রধান নির্বাচক লিপুর সামনে যে চ্যালেঞ্জ

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৫২ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৫৪

দীর্ঘ আট বছর পর পরিবর্তন এলো প্রধান নির্বাচকের পদে। মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে আর নতুন করে চুক্তি করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে। নির্বাচক প্যানেল থেকে বাদ পড়েছেন হাবিবুল বাশারও। তবে টিকে গেছেন আব্দুর রাজ্জাক। তার সঙ্গে প্যানেলে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার।

গাজী আশরাফ বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে। বাংলাদেশের প্রথম ওয়ানডে অধিনায়ক তিনি। খেলোয়াড়ি জীবন শেষে বিভিন্ন সময়ে তিনি বিসিবির পরিচালক, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। ছিলেন ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী বাংলাদেশ দলের ম্যানেজার পদেও। 

নির্বাচিত পরিচালক হয়ে কাজ করেছেন ২০১২ সাল পর্যন্ত। যদিও পরবর্তী সময়ে নাজমুল হাসান পাপনের কমিটিতে জায়গা হয়নি তার। খালেদ মাহমুদ সুজন নিয়েছেন সে জায়গা। এক যুগ হলো বিসিবিতে নেই তিনি। 

বিপিএল, বিসিএল প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা লিপু নিজের নতুন ভূমিকা সম্পর্কে বলেন, ‘আমি আনন্দিত, অভিভূত। জাতীয় দল নির্বাচক প্যানেল অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গা। প্রধান নির্বাচকের পদটি আরও গুরুত্বপূর্ণ। নির্বাচক প্যানেলের সব সদস্যকে নিয়ে ভালো কাজ করার চেষ্টা করব।’

লিপুকে প্রধান নির্বাচকের দায়িত্বে রাজি করাতে যথেষ্ট বেগই পেতে হয়েছে বিসিবিকে। প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়ে সংবাদমাধ্যমে লিপু জানিয়েছেন, ‘যখন তারা প্রস্তাব দিল, একটু তো তাদের কাঠখড় পোড়াতে হয়েছে। যখন আর এড়াতে পারিনি, তখন নিতেই হয়েছে। চিঠিপত্র পেয়ে কথা বলব। দেখি, চ্যালেঞ্জটা কীভাবে নিতে পারি।’

তবে নতুন প্রধান নির্বাচকের জন্য ততটা সহজ হবে না এই দায়িত্ব। সংগঠকরা মনে করেন, লম্বা সময় ক্রিকেটের সঙ্গে সরাসরি যুক্ত না থাকায় লিপুকে নতুন করে মানিয়ে নিতে হবে। অন্যদিকে রাজ্জাক-হান্নানের বয়স কম হওয়ায় মাঠে থেকে খেলা দেখে ক্রিকেটার নির্বাচন করা যতটা সহজ হবে, লিপুর ক্ষেত্রে ততটা হবে না। কারণ বিসিবির এই ‘থ্যাংকলেস’ চাকরিতে দল ভালো করলে প্রশংসা নির্বাচকদের প্রশংসা জোটে কম। উল্টো দল খারাপ খেললেই সমালোচনার তির ছুটে যায় নির্বাচক প্যানেলের দিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গবিদ্রূপ আর বিষাক্ত ট্রল তো আছেই।

এ ছাড়া দল নির্বাচনে আপস করার বিষয় আছে। বোর্ড সভাপতি ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মতামতকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন হতে পারে। লম্বা সময় কাজের সুবাদে যেটা মেনে এবং মানিয়ে নিয়ে ছিলেন নান্নু-বাশাররা।

আরও পড়ুন

×