ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

টিম হোটেলে সোহানের হাতাহাতি, যা ঘটেছিল

টিম হোটেলে সোহানের হাতাহাতি, যা ঘটেছিল

বিপিএলে রংপুর রাইডার্সের সোহান। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪:২৪

বিপিএলের চট্টগ্রাম পর্বে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এক বিদেশি ক্রিকেটারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। সামান্য ঘটনা থেকে তাদের কথা কাটাকাটি হয়। যা এক পর্যায়ে হাতাহাতিতে পৌঁছায়। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, পরিস্থিতি জটিল হওয়ার আগেই সোহানকে সেখান থেকে সরিয়ে নেন অন্যরা।

ঘটনার সূত্রপাত রুম নিয়ে। ভুল করে অন্যের রুমে ঢুকে পড়ে বিবাদে জড়ান সোহান। নিজের রুম মনে করে ওই বিদেশির সঙ্গে কথা বলেন তিনি। যে কোনো কারণে একজনের কথা অন্যজনের পছন্দ হয়নি। 

এক পর্যায়ে দু’জনে বাগ্বিতণ্ডায় জড়ান এবং উত্তেজনার এক পর্যায়ে একে অন্যকে ধাক্কা দেন বলে জানান ঘটনাস্থলে উপস্থিত একজন। বিষয়টি বিপিএলের নিরাপত্তা গোয়েন্দাদের কানে যায়। তাদের একজন বলেন, ‘খেলার বাইরে কিছু হলে আমাদের সেগুলোর খোঁজ রাখতে হয়। কারণ, বিপিএলে অংশ নেওয়া বিদেশিদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। হোটেলের ঘটনাটি না ঘটলে ভালো হতো। সোহানের ভুল হয়েছে, তিনি দুঃখ প্রকাশ করে চলে গেলেই হতো।’ 

বিষয়টি নিয়ে  কথা বলার জন্য রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান, লজিস্টিক ম্যানেজার রনিকে ফোন দিলে পাওয়া যায়নি। ম্যাচ থাকায় কুমিল্লার কোচ ও ম্যানেজারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিসিবির নিরাপত্তা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তারা ঘটনা অস্বীকার করেননি। তবে কোন মন্তব্যও করেননি। 

আরও পড়ুন

×