ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভারতকে ৩-২ ব্যবধানে সিরিজ হারানোর লক্ষ্য স্টোকসের

ভারতকে ৩-২ ব্যবধানে সিরিজ হারানোর লক্ষ্য স্টোকসের

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪:০৬

জয়সওয়ালের অপরাজিত ২১৪ রানে ভর করে ইংল্যান্ডকে ৫৫৭ রানের পাহাড়সমান লক্ষ্য দিয়েছিল ভারত। তবে ভারতীয় স্পিনারদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি ইংলিশ ব্যাটাররা। জাদেজার ফাইফারে ১২২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ফলে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৪৩৪ রানের জয়ের স্বাদ নেয় স্বাগতিকরা।

এবার ঘুরে দাঁড়িয়ে বাকি থাকা দুটি টেস্টে জয় তুলে নিতে চায় ইংলিশরা। ইংলিশ অধিনায়কের বিশ্বাস, সিরিজে বিজয়ী হিসেবে শেষ করাটা এখনও সম্ভব। রাঁচিতে শুক্রবার শুরু হবে ভারত–ইংল্যান্ড চতুর্থ টেস্ট।

ইংলিশ অধিনায়কের ভাষ্যমতে, আমরা জানি যে কিছু বিষয় সবসময় আপনি যেভাবে চান, সেটা ঠিক সেভাবে কাজ করে না। তবে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকলেও এখনও দুটি ম্যাচ বাকি আছে। তাই আমাদের কাছে সামনে ৩-২ ব্যবধানে সিরিজে বিজয়ী হিসেবে ফেরার একটি দুর্দান্ত সুযোগ রয়েছে।

টানা দুই ম্যাচ হারলেও বাজবল ক্রিকেট সঠিক পথেই আছে বলে মনে করেন স্টোকস, ‘এটা নিশ্চিত করতে চাই যে আমরা এগিয়ে যাচ্ছি এবং সামনে যা আসছে, সেটার দিকে মনোযোগ দিচ্ছি। কারণ, মনস্তাত্ত্বিকভাবে ম্যাচ জেতাও যায় আবার হারাও যায়। এ সপ্তাহে আমাদের সঙ্গে যা ঘটে গেল, সেই আবেগ ও হতাশা থেকে বের হব এবং পরবর্তী সপ্তাহ (ম্যাচ) নিয়ে ভাবব।’

আরও পড়ুন

×