নিউজিল্যান্ডের শেষ টি-টোয়েন্টিতে নেই ওয়ার্নার

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬:৪৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই নিজেদের প্রস্তুত করে নিচ্ছে অস্ট্রেলিয়া। তবে প্রস্তুতিটা মনমতো হলো না ডেভিড ওয়ার্নারের। প্রথম ম্যাচ খেললেও পায়ের চোটের কারণে ছিটকে গেছেন তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি থেকে। এখন অপেক্ষা বিশ্বকাপ পর্যন্ত। তবে আগামী মাসে শুরু হতে যাওয়া আইপিএলের আগে সুস্থ হয়ে উঠবেন তিনি।
শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতেও বামহাতি ওপেনার খেলেননি। ছিলেন বিশ্রামে। চোটের কারণে তার রিকোভারির সময় ধরা হয়েছে সাত থেকে ১০ দিন। সিরিজের শেষ ম্যাচ না খেলায় ওয়ার্নারের দ্বিপক্ষীয় আন্তর্জাতিক ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাচ্ছে। যেহেতু আগেই জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে বিদায় বলবেন তিনি। ওয়েলিংটনে প্রথম ম্যাচে ২০ বলে উপহার দিয়েছেন ৩২ রানের ইনিংস।
সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না ২-০–তে পিছিয়ে থেকে এরই মধ্যে সিরিজ হেরে যাওয়া নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান ডেভন কনওয়েও। তার চোটটা বাঁ হাতের বুড়ো আঙুলে। গতকাল হেরে যাওয়া ম্যাচে উইকেটকিপিং করার সময় অস্ট্রেলিয়ার ইনিংসের দ্বিতীয় ওভারে চোট পেয়েছেন কনওয়েও।
৩২ বছর বয়সী কিউই উইকেটকিপার ওয়েলিংটনে তার নিজের বাড়িতে ফিরে গেছেন। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন। এরপরই জানা যাবে, আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজের প্রথমটিতে ওয়েলিংটনে তিনি খেলতে পারবেন কি না।
- বিষয় :
- ডেভিড ওয়ার্নার