ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অশ্বিন-কুলদীপে ইংল্যান্ডের ধস 

অশ্বিন-কুলদীপে ইংল্যান্ডের ধস 

রবিশচন্দন অশ্বিনের উইকেট উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:০৩

রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ৪৬ রানের লিড নেয় ইংল্যান্ড। ভারতের উইকেটে প্রথমে ব্যাটিং করাই আর্শীবাদ। তার সঙ্গে আবার পঞ্চাশ ছোঁয়া লিড। জয়ের শতকরা হারে এগিয়ে ছিল ইংলিশরাই। কিন্তু দ্বিতীয় ইনিংসে রবিশচন্দন অশ্বিন ও কুলদীপ যাদবের স্পিন তোপে মাত্র ১৪৫ রানে অলআউট হয়ে গেছে তারা। 

লিড যোগ করে ভারতকে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য দিতে পেরেছে বেন স্টোকসের দল। জবাব দিতে নেমে কোন উইকেট না হারিয়ে ৪০ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিক ভারত। হাতছাড়া হওয়া ম্যাচের লাগাম পুরোপুরি হাতে নিয়েছেন রোহিত শর্মা (২৪*) ও জশস্বী জয়সোয়াল (১৬*)।

এর আগে রাঁচি টেস্টে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৫৩ রান তোলে। রান খরায় থাকা জো রুট ১২২ রানের দারুণ ইনিংস খেলেন। তার ২৭৪ বলের ইনিংস ১০টি চারের শটে সাজানো ছিল। বেন ফোকস ৪৭ ও রবিনসন খেলেন ৫৮ রানের ইনিংস। জবাবে ভারত ধ্রুব জুরেলের ৯০ রানের ইনিংসে ৩০৭ রান তোলে। এছাড়া জয়সোয়াল ৭৩, শুভমন গিল ৩৮ ও কুলদীপ যাদব ২৮ রান করেন। 

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ধসিয়ে দিতে অভিজ্ঞ অশ্বিন ১৫.৫ ওভারে ৫১ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব ১৫ ওভারে মাত্র ২২ রান দিয়ে নেন ৪ উইকেট। এর আগে প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা ৪টি ও আকাশ দ্বীপ ৩ উইকেট তুলে নেন। প্রথম ইনিংসে শোয়েব বাশির ৫টি ও টম হার্টি নেন ৩ উইকেট। 

আরও পড়ুন

×