ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শূন্যতা মাড়িয়ে বাজবল গুড়িয়ে সিরিজ ভারতের 

শূন্যতা মাড়িয়ে বাজবল গুড়িয়ে সিরিজ ভারতের 

ম্যাচ জিতে ফেরার পথে গিল ও জুরেল। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:৫১ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:০৩

ইনিংসের ৬০তম ওভারে দুই ছক্কা হাঁকালেন শুভমন গিল। পরের ওভারে ইংল্যান্ডের বিপক্ষে রাঁচি টেস্টে ৫ উইকেটের জয় তুলে নিল ভারত। অনেকগুলো শূন্যতা মাড়িয়ে ইংল্যান্ডের বাজবল তত্ত্বকে ছক্কা মেরেই ৩-১ ব্যবধানে সিরিজে লিড নিল স্বাগতিকরা। এক ম্যাচ হাতে রেখে সিরিজও ঘরে তুললো।     

অথচ ঘরের মাঠে এই সিরিজে দলের সেরা তারকা বিরাট কোহলিকে পাচ্ছে না ভারত। কেএল রাহুল চারটির মধ্যে তিনটি টেস্ট মিস করেছেন। রবীন্দ্র জাদেজা ছিলেন না এক টেস্টে, রাঁচি টেস্টে বিশ্রামে ছিলেন জাসপ্রিত বুমরাহ। অশ্বিন রাজকোট টেস্টের মধ্যে দল ছেড়ে অসুস্থ মাকে দেখতে গিয়ে অর্ধেক ম্যাচ মিস করেন। এসব শূন্যতা মাড়িয়েই বাজবল তত্ত্ব গুড়িয়ে দিল রোহিত শর্মার দল। 

রাঁচি টেস্টের লাগাম শুরুতে সফরকারী ইংল্যান্ডের হাতে ছিল। টস জেতা মানেই ভারতে বড় সুবিধা পেয়ে যাওয়া। ইংল্যান্ড সেটার সুযোগ নিয়ে ফ্রেশ উইকেটে প্রথম ইনিংসে ৩৫৩ রান তুলেছিল। দলটির ওপেনার জ্যাক ক্রলি ৪২ রানের ইনিংস খেলেন। অফ ফর্মে থাকা জো রুট ১২২ রানের লড়াকু ইনিংস দেখান। এছাড়া বেয়ারস্টো ৩৮ ও বেন ফোকস ৪৭ রানের ইনিংস খেলেন। লোয়ারে পেসার রবিনসন ৫৮ রান করে দলের সংগ্রহ বড় করে দেন। 

জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ভারত ৩০৭ রান তোলে। যার পুরো কৃতিত্ব তরুণ উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেলের। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা ২৩ বছরের এই ব্যাটার ৯০ রানের দারুণ ইনিংস খেলেন। লোয়ারের ব্যাটারদের নিয়ে খেলা তার ওই ইনিংসের কারণে মাত্র ৪৬ রানের লিড পায় ইংল্যান্ড। এর আগে ভারতের তরুণ ওপেনার জশস্বী জয়সোয়াল ৭৩ রান করেন। শুভমন গিল ৩৮ ও কুলদীপ যাদব খেলেন ২৮ রানের ইনিংস। 

লিড পাওয়া ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৫ রানে অলআউট হয়ে যায়। তাদের ধসিয়ে দেওয়ার কাজটা  করেন অভিজ্ঞ রবিশচন্দন অশ্বিন ও কুলদীপ যাদব। ভারতের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি হওয়ার পথে অশ্বিন ৫ উইকেট তুলে নেন। কুলদীপ নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের জ্যাক ক্রলি ৬০ রান ও বেয়ারস্টো ৩০ রান করেন। জয়ের জন্য ভারত ১৯২ রানের লক্ষ্য পায়। 
 
জবাব দিতে নেমে রোহিত শর্মা ও জয়সোয়াল দলকে জয়ের পথে তুলে নেন। জয়সোয়াল ৩৭ রান করে ফিরে যান। ওপেনিং জুটিতে ৮৪ রান তোলে ভারত। রোহিত খেলেন ৫৫ রানের ইনিংস। পরে রজত পতিদার ও সরফরাজ খান শূন্য করে আউট হলে ধ্রুব জুরেল ৩৯ রান করে দলকে জেতান। শুভমন গিল ৫২ রানের হার না মানা ইনিংস খেলে বড় অবদান রাখেন। 

আরও পড়ুন

×