বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তিতে নেই আইয়ার-ইশান

বিসিসিআই-এর চুক্তিতে নেই আইয়ার (বাঁয়ে) ও ইশান। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:২২
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ৩০ জন ক্রিকেটারদের পাঁচ ক্যাটাগরিতে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভূক্ত করেছে। তবে ওই চুক্তিতে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ার ও ইশান কিশানের। সড়ক দুর্ঘটনায় পড়ে ইনজুরি আক্রান্ত হওয়া ঋষভ পান্ত মৌসুমের প্রায় সবটা মিস করলেও চুক্তিতে আছেন।
জাতীয় দলের খেলা না থাকলেও শ্রেয়াস আইয়ার ও ইশান কিশান ভারতের ঘরোয়া ক্রিকেট খেলতে অনাগ্রহ দেখান। যে কারণে তাদের চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। এর আগে আইয়ার ‘বি’ ও ইশান ‘সি’ ক্যাটাগরির চুক্তিতে ছিলেন।
বিসিসিআই বিবৃতিতে বলেছে, ‘এবারের কেন্দ্রীয় চুক্তিতে সুপারিশকৃত নামের তালিকায় আইয়ার ও ইশানকে বিবেচনা করা হচ্ছে না। বিসিসিআই পরিষ্কার করে জানাচ্ছে যে, জাতীয় দলের খেলা না থাকলে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দিতে হবে।’
বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তিতে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহকে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। ‘এ’ গ্রেডে আছেন রবিশচন্দন অশ্বিন, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমন গিল ও হার্ডিক পান্ডিয়া।
বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারের তালিকা:
এ প্লাস ক্যাটাগরি: রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ।
এ ক্যাটাগরি: অশ্বিন, শামি, সিরাজ, রাহুল, হার্ডিক, শুভমন।
বি ক্যাটাগরি: সূর্যকুমার, ঋষভ পান্ত, কুলদীপ, অক্ষর প্যাটেল, জয়সোয়াল।
সি ক্যাটাগরি: রিংকু সিং, তিলক ভার্মা, ঋতুরাজ, শার্দুল ঠাকুর, শিভাম দুবে, রবি বিষ্ণয়, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সানজু সামসং, অশ্বদীপ সিং, কেএস ভারত, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান, রজত পতিদার।
পেস বোলিং চুক্তি: আকাশ দ্বীপ, বিজয়কুমার বশাক, উমরান মালিক, ইয়াশ দয়াল, বিদ্বত কাভেরাপ।
- বিষয় :
- বিসিসিআই
- শ্রেয়াস আইয়ার