কুমিল্লার হ্যাটট্রিকসহ ফাইফার নাকি বরিশালের মেডেন

ফাইনালের আগে ঢাকার আহসান মঞ্জিলে বিপিএলের ট্রফি ট্যুর।
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৪ | ১৩:৪৪
বিপিএলের প্রথম আসরেই ফাইনালে উঠেছিল বরিশাল। দলটির নাম তখন ছিল বরিশাল বার্নার্স। তৃতীয় মৌসুমেও ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হতে পারেনি বরিশাল বুলস ফ্র্যাঞ্চাইজি। মাঝের কয়েক আসরে দল ছিল না বরিশালের। ফরচুন নাম দিয়ে দেশের একমাত্র এই টি-২০ লিগে বরিশাল ফিরলেও ভাগ্য ফেরেনি তাদের।
ফরচুন বরিশাল ২০২২ সালের আসরে রানার্স আপ হয়ে শেষ করে। আগের তিনবার ফাইনাল খেলে তিনবারই হার দেখতে হয়েছে দলটির। গত আসরে প্লে অফ থেকে বিদায় নেয় তারা। এবার আবার তামিম ইকবালের নেতৃত্বে দেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক-রিয়াদদের নিয়ে ফাইনালে উঠেছে বরিশাল।
বিপরীত চিত্র কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ফাইনালে উঠলে হারে না তারা। তারকা খেলোয়াড় দিয়ে ড্রেসিংরুম ভরতে পটু নাফিজা কামালের কুমিল্লা ২০১৫ সালে প্রথমবার ফাইনালে উঠে শিরোপা ঘরে তোলে। ২০১৮’র আসরে চ্যাম্পিয়ন হয় তারা। এরপর ২০২২ ও ২০২৩ আসরে পরপর শিরোপা ঘরে তুলেছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২২-এর আসরে বরিশালকে মাত্র ১ রানে হারিয়েছিল তারা।
এ নিয়ে টানা তিনবার বিপিএলের ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারও কী শিরোপা তাদের শোকেসে যাবে; হ্যাটট্রিক শিরোপাসহ বিপিএলের ১০ আসরের মধ্যে ৫টি শিরোপা তারা ঘরে তুলবে নাকি চতুর্থবারের চেষ্টায় বরিশালের ফ্র্যাঞ্চাইজি মেডেন বা প্রথম শিরোপার স্বাদ পাবে? জানা যাবে সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচ কেবল শেষ হলেই।
তারকা, দলের ফর্ম আর ফাইনালের সাফল্য বিবেচনায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিশ্চয় কিছুটা এগিয়ে থাকবে। দলটির দেশি ক্রিকেটার লিটন দাস ও তাওহীদ হৃদয় রান পাচ্ছেন। বিদেশি কোটায় খেলা আন্দ্রে রাসেল, মঈন আলী ও সুনীল নারিন যেকোন মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। মাথায় বল লেগে ইনজুরিতে পড়া পেসার মুস্তাফিজুর ফিরবেন এই ম্যাচে।
অন্য দিকে বরিশাল তামিম-মুশফিক-রিয়াদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফাইনালে এসেছে। দলটির জন্য ব্রেক থ্রু হয়ে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স। ব্যাটে-বলে ম্যাচের চিত্র ঘুরিয়ে দিচ্ছেন তিনি একাই। ডেভিড মিলার প্লে অফ ও কোয়ালিফায়ারে খেললেও বেশি কিছু করতে হয়নি তার। বিয়ের ব্যস্ততা ঠেলে ফাইনাল খেলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া এই ব্যাটার বরিশালকে বিয়ের উপহার দিয়ে যেতেই পারেন।