ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

শ্রীলঙ্কার ২ উইকেট নিল বাংলাদেশ

শ্রীলঙ্কার ২ উইকেট নিল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে শরিফুলের উইকেট উদযাপন। ছবি: ইউসুফ আলী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪ | ১৮:১২ | আপডেট: ০৪ মার্চ ২০২৪ | ২০:১৪

টি-২০ সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওভারেই ব্রেক থ্রু দেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দোকে ফেরান তিনি। পরে কামিন্দু মেন্ডিসকে তুলে নেন তাসকিন। 

শ্রীলঙ্কা ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৬১ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা কুশল মেন্ডিস ২১ রান করেছেন। সাদেরা সামারাবিক্রমা ১৫ রানে খেলছেন। কামিন্দু মেন্ডিস ১৯ রান করে আউট হয়েছেন। 

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নতুন অধিনায়ক নাজমুল শান্ত টস জিতে বোলিং নিয়েছেন। তার দলে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। খেলছেন জাকের আলী। 

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। 

শ্রীলঙ্কার একাদশ: আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, চারিথা আশালঙ্কা, অ্যাঞ্জেল ম্যাথুস, দাশুন শানাকা, মহেশ থিকসানা, আকিলা ধনাঞ্জয়া, বিনোরা ফার্নান্দো, মাথিসা পাথিরানা। 

আরও পড়ুন

×