ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

শুরুতে ৩ উইকেট হারাল বাংলাদেশ

শুরুতে ৩ উইকেট হারাল বাংলাদেশ

ছবি: ইউসুফ আলী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪ | ২০:২২ | আপডেট: ০৫ মার্চ ২০২৪ | ১৬:০৬

সিলেটে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে বাংলাদেশকে ২০৭ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে শুরুতে ৩ উইকেট হারিয়েছ বাংলাদেশ দল। 

স্বাগতিকরা ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান তুলেছে। ক্রিজে আছেন তিনে নামা নাজমুল শান্ত ও পাঁচে নামা মাহমুদউল্লাহ। এর আগে লিটন দাস শূন্য করে ফিরেছেন, সৌম্য সরকার ১২ ও তাওহীদ হৃদয় ৮ রান করে আউট হয়েছেন। 

শ্রীলঙ্কা ৩৭ রানে ২ উইকেট হারায়। সেখান থেকে ৯৬ রানের জুটি দেন কুশল মেন্ডিস ও সামারাবিক্রমা। কুশল মেন্ডিস খেলেন ৩৬ বলে ৫৯ রানের ইনিংস। তার ব্যাট থেকে ছয়টি চার ও তিনটি ছক্কার শট আসে। 

এছাড়া সামারাবিক্রমা ৪৮ বলে ৬১ রানের হার না মানা ইনিংস খেলেন। সবচেয়ে বড় ঝড়টা দেখান অধিনায়কের দায়িত্ব পাওয়া আশালঙ্কা। তিনি ২১ বলে ছয়টি ছক্কার শটে ৪৪ রান করেন। 

বাংলাদেশ দলের বোলাররা ছিলেন খরুচে। প্রথম ২ ওভার ভালো বোলিং করলেও শরিফুল ৪ ওভারে ৪৭ রান দেন। প্রথম দুই ওভারে ৯ রান দেওয়া মুস্তাফিজ বোলিং কোটা পূরণ করেন ৪২ রান দিয়ে। তাসকিন তার ৪ ওভারে ৪০ ও লেগ স্পিনার রিশাদ ৪ ওভারে ৩২ রান দেন। 

আরও পড়ুন

×