ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

সামনের ম্যাচেও রিয়াদ-জাকেরের কাছে রান চান শান্ত 

সামনের ম্যাচেও রিয়াদ-জাকেরের কাছে রান চান শান্ত 

ছবি: ইউসুফ আলী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪ | ০০:০৮

টি-২০ দল থেকে ছেঁটে ফেলে হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। দীর্ঘ ১৭ মাস পরে টি-২০ দলে ফিরেছেন ৩৯ বছরের প্রান্তে থাকা ডানহাতি এই ব্যাটার। জাকের আলী শুরুতে দলে ছিলেন না। স্পিনার আলিস আল ইসলাম ইনজুরিতে পড়ায় তাকে দলে ডাকা হয়। এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক অভিষেক হলেও এবারই প্রথম জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন তিনি। 

অভিজ্ঞ এবং তরুণ এই দুই ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেছেন। রিয়াদ ৩১ বলে ৫৪ রান করেছেন। চারটি ছক্কা ও দুটি চার মেরেছেন তিনি। জাকের শেষ ওভারে আউট হওয়ার আগে খেলেন ৩৪ বলে ৬৮ রানের ইনিংস। তার ব্যাট থেকে ছয়টি ছক্কা ও চারটি চারের শট আসে। 

তারপরও বাংলাদেশ দল শ্রীলঙ্কার ২০৭ রান তাড়া করে হেরেছে ৩ রানে। ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমকে জাতীয় দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক শান্ত জানিয়েছেন, রিয়াদ-জাকের অসাধারণ ইনিংস খেলেছেন। আগামী ম্যাচগুলোতেও তাদের থেকে রান পাবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি। 

শান্ত বলেছেন, ‘দারুণ ম্যাচ হয়েছে। ছেলেরা অসাধারণ দৃঢ়তা দেখিয়েছে। আলী (জাকের) দলে ঢুকেই দুর্দান্ত মানসিকতা দেখিয়েছে। বল হাতে আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু শেষে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। জাকেরের সঙ্গে রিয়াদ ভাইয়ের ইনিংসটি অসাধারণ ছিল। আশা করছি, সামনের ম্যাচেও তারা অবদান রাখতে পারবে।

আরও পড়ুন

×