ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফেরার আগে ইনিংস ব্যবধানে হার ইংল্যান্ডের 

ফেরার আগে ইনিংস ব্যবধানে হার ইংল্যান্ডের 

ভারতের জয় উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ১৫:১৪ | আপডেট: ০৯ মার্চ ২০২৪ | ১৫:৩২

ধর্মশালায় ব্যাটে-বলে দুর্দান্ত ক্রিকেট খেলেছে ভারত। পাঁচ ম্যাচের শেষ টেস্ট খেলে দেশে ফেরার আগে ইংল্যান্ডকে ইনিংস ও ৬৪ রানের বিশাল ব্যবধানে হারের স্বাদ দিয়েছে রোহিত শর্মার দল। ভারত ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে।  

টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২১৮ রানে অলআউট হয়ে যায়। মিডল অর্ডারে ৮ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ধসে যায় তারা। দলটির হয়ে ৭৯ রানের ইনিংস খেলেন ওপেনার জ্যাক ক্রলি। 

জবাব দিতে নেমে ভারত প্রথম ইনিংসে ৪৭৭ রান তোলে। ভারতের ওপেনার জশস্বী জয়সোয়াল ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মা খেলেন ১০৩ রানের ইনিংস। তিনে নামা শুভমন গিল ১১০ রান করেন। এছাড়া দেবদূত পাডিক্কাল ৬৫ ও সরফরাজ খান ৫৬ রানের ইনিংস খেলেন। 

প্রথম ইনিংসে ভারত ২৫৯ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলটির হয়ে জো রুট একাই লড়াই করেন। খেলেন ৮৪ রানের ইনিংস। এছাড়া ৩৯ রান করেন জনি বেয়ারস্টো। 

ভারতের হয়ে প্রথম ইনিংসে কুলদীপ যাদব ৫ উইকেট নেন। ৪ উইকেট নেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে অশ্বিন তুলে নেন ৫ উইকেট। টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ ৩৬ বার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী। ইংল্যান্ডের তরুণ লেগি শোয়েব বাশির ৫ উইকেট নেন। পেসার জেমস অ্যান্ডারসন নেন ২ উইকেট। প্রথম পেসার হিসেবে টেস্টে ৭শ’ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। টেস্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি।  

আরও পড়ুন

×