সাফ অনূর্ধ্ব-১৯ জয়ী নারীদের সংবর্ধনা দিল ওয়ালটন

সাফ অনূর্ধ্ব-১৯ জয়ী মেয়েদের সংবর্ধনা দিল ওয়ালটন। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৪ | ১৮:৫৯
গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠে নারী সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে যৌথভাবে শিরোপা জিতেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ফাইনালে টাইব্রেকারেও ম্যাচ সমতা হয়। পরে যৌথভাবে দুই দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
সাফ জয়ী ওই দলকে মঙ্গলবার সংবর্ধনা দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ ৩৩ জনকে ওয়ালটনের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি উপহার দিয়েছে।
বাফুফে ভবনে এই পুরস্কার তুলে দেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার, জ্যেষ্ঠ উপ-নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলাম মিলটন ও বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এ সময় বাফুফের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই সাফের ফাইনালের আগে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় সাগরিকার বাবা-মাকে টেলিভিশন উপহার দেয় ওয়ালটন। সংবাদ মাধ্যম সূত্রে ওয়ালটন জানতে পারে- সাগরিকার বাবা চায়ের দোকানী। তার দেখার মতো টেলিভিশন নেই।
তখন সাগরিকার বাবা-মাকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে মিরপুরের মাজার রোডস্থ ওয়ালটন কমপ্লেক্সে এনে টেলিভিশন তুলে দেয় ওয়ালটন। ওই টিভিতে মেয়ের খেলা দেখেন সাগরিকার বাবা-মা।
- বিষয় :
- সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ
- ওয়ালটন