ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এফএ কাপের সেমিতে চেলসি 

এফএ কাপের সেমিতে চেলসি 

লেস্টারের বিপক্ষে চেলসির জয় উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ২১:২৯

লেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠে গেছে চেলসি। রোববার ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ৪-২ গোলে জিতেছে মাউরিসিও পচেত্তিনোর দল। ম্যাচের যোগ করা সময়ে গোল করে জয় পেয়েছে ব্লুজরা। 

ম্যাচের ১৩ মিনিটে মার্ক কুরুরেল্লা গোল করে চেলসিকে লিড এনে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল করে চেলসি। ওই গোল আসে কোলে পালমারের পা থেকে। 

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে এক গোল শোধ দেয় লেস্টার সিটি। অ্যাক্সেল ডিসাসির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় শীর্ষ লিগ থেকে নেমে যাওয়া লেস্টার। ৬২ মিনিটে ব্যবধান ২-২ করে ফেলে তারা। ওই গোল করেন স্টিফেন মিভিদিদি। যোগ করা সময়ে কার্নি চুকুমেকা ও ননি মাদুইকে গোল করে চেলসিকে সেমিফাইনালে তুলে নেন। 

গতকাল এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে তারা। উলভসের বিপক্ষে ৩-২ গোলে জিতে চমক দিয়েছে ডিভিশনের দল কভেন্ট্রি। সেমির লড়াইয়ে অন্য ম্যাচে লিভারপুল ও ম্যানইউ লড়বে।

আরও পড়ুন

×