এবার মাঠের বাইরে আম্পায়ার

ছবি- মোহাম্মদ রাশেদ (চট্টগ্রাম থেকে)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৪ | ১৫:০৭ | আপডেট: ১৮ মার্চ ২০২৪ | ১৫:৪৫
চট্টগ্রামের মাত্রাতিরিক্ত গরমে পেরে উঠলেন না ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবোরো। দ্বিতীয় ইনিংসে আর মাঠে নামেননি তিনি। কেটেলবোরোর বদলে আম্পায়ারিং করছেন ম্যাচের চতুর্থ আম্পায়ার তানভির আহমেদ। ফলে এখন মাঠের দুই আম্পায়ারই বাংলাদেশি। অন্যজন শরফুদৌল্লাহ ইবনে শহিদ সৈকত। টিভি আম্পায়ারের দায়িত্বে আছেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক।
এর আগে ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়ে ছিটকে যান সৌম্য সরকার। শ্রীলঙ্কার ইনিংসের শেষ দিকে একটি বাউন্ডারি ঠেকানোর চেষ্টায় প্রথমে পা মচকে পড়ে যান তিনি। পরে বিজ্ঞাপনী বোর্ডের সঙ্গে ধাক্কা লাগে তার। তাই কনকাশন বদলি হিসেবে সৌম্যর জায়গায় তানজিদ হাসানকে নিয়ে ইনিংস শুরু করেছে বাংলাদেশ। এদিকে হাসপাতালে নেওয়া হচ্ছে ফিল্ডিংয়ের সময় এনামুলের সঙ্গে সংঘর্ষের পর মাঠ ছাড়া জাকের আলীকে। সৌম্যর বদলি হিসেবে ফিল্ডিংয়ে নেমেছিলেন তিনি।
৩ ওভার শেষে বিনা উইকেটে ৯ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৬ রানে তানজিদ ও ৩ রানে ব্যাট করছেন এনামুল।
এর আগে একে একে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়তে হয় মুস্তাফিজ ও জাকের আলি অনিককে। বোলিংয়ে এসে খুঁড়িয়ে খুঁড়িয়ে বসে পড়তে দেখা যায় পেসার মুস্তাফিজুর রহমানকে। এরপর মাঠ ছাড়লেন স্ট্রেচারে করে। সবশেষ কী অবস্থা সেটিও জানা যায়নি।
- বিষয় :
- বাংলাদেশ-শ্রীলঙ্কা-২০২৪
- আম্পায়ার