ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আজ সন্ধ্যায় ফেসবুক লাইভে আসছেন তামিম

আজ সন্ধ্যায় ফেসবুক লাইভে আসছেন তামিম

তামিম ইকবাল। ফাইল ছবি

সমকাল অনলাইন 

প্রকাশ: ২০ মার্চ ২০২৪ | ১১:৫৩ | আপডেট: ২০ মার্চ ২০২৪ | ১৭:৩৭

জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে আসার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বুধবার সন্ধ্যা ৭টায় লাইভে আসবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে ভাইরাল হওয়া ‘তামিম-মিরাজের ফোন কলের’ কথাও নিজের পোস্টে উল্লেখ করেছেন টাইগার ওপেনার। 

তামিম সেই পোস্টে লেখেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল (মঙ্গলবাব) থেকে একটা ফোন কল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।

উল্লেখ্য, ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই নানা কারণে আলোচনায় তামিম। বিপিএলে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন তিনি। দলকে এনে দিয়েছেন শিরোপাও। মঙ্গলবার রাতে ভাইরাল হওয়া এক ফোন কলের পর থেকেই আবারও আলোচনায় তিনি।

আরও পড়ুন

×