রদ্রিগোয় চোখ প্রিমিয়ার লিগের চার জায়ান্টের

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৪ | ১৩:৫৯
সব ঠিক থাকলে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন ফ্রান্স স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ওদিকে ব্রাজিলিয়ান বিস্ময় বালক এনড্রিকের জুনে লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দেওয়ার কথা।
এই দু’জন রিয়ালে যোগ দিলে তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর ভবিষ্যত সবচেয়ে বেশি অনিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে। তাকে ক্লাব ছাড়তে হতে পারে। বিষয়টি মাথায় নিয়ে রদ্রিগোয় চোখ রাখছে প্রিমিয়ার লিগের চার জায়ান্ট ক্লাব আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড।
সংবাদ মাধ্যম স্পোর্ত এমনই দাবি করেছে। রদ্রিগোয় বড় ক্লাবগুলো চোখ রাখলেও রিয়াল মাদ্রিদ এই তরুণকে এখনই বিক্রি করতে অনাগ্রহী বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি। তবে তরুণ ভার্সাটাইল এই ফুটবলারের জন্য ১০০ মিলিয়ন ইউরো পেলে রিয়াল আলোচনায় বসতে পারে বলেও জানানো হয়েছে।
রিয়াল মাদ্রিদের সঙ্গে রদ্রিগো গত নভেম্বরে লম্বা চুক্তি নবায়ন করেছেন। সান্তিয়াগো বার্নাব্যুতে ২০২৮ সাল পর্যন্ত খেলতে সম্মত হয়ে চুক্তি সই করেছেন তিনি। তবে এটাও সত্য ব্রাজিল দলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় রদ্রিগো ক্লাবের জার্সিতে নিয়মিত খেলতে চাইবেন। রিয়াল মাদ্রিদে নিয়মিত খেলার নিশ্চয়তা না পেলে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন তিনি।