ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সুপ্রিয়া-জেসি-ডলিদের সুখবর দিল আইসিসি

সুপ্রিয়া-জেসি-ডলিদের সুখবর দিল আইসিসি

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪ | ১৫:১৭ | আপডেট: ২৩ মার্চ ২০২৪ | ১৫:২৫

আইসিসি’র ডেভেলপমেন্ট আম্পায়ার প্যানেলে যুক্ত হচ্ছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার ও চম্পা চাকমা। 

এছাড়া সুপ্রিয়া রানী দাসকে আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলের ম্যাচ রেফারি হিসেবে যুক্ত করা হচ্ছে। শনিবার আইসিসি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। 

আইসিসি জানিয়েছে, প্রয়োজনীয় তথ্যাদি পর্যালোচনা করে আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানী সরকার ও চম্পা চাকমাকে আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলের আম্পায়ার হিসেবে নিযুক্ত করা হবে। 

একই বার্তায় সুপ্রিয়া রানী দাসকে আইসিসির আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি করা হচ্ছে বলে জানানো হয়েছে। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং আইসিসির অনলাইন রেকর্ডে আপডেট করা হবে বলে জানানো হয়েছে।    

আরও পড়ুন

×