ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মাত্র ৬ সেকেন্ডের গোলে বিশ্ব রেকর্ড

মাত্র ৬ সেকেন্ডের গোলে বিশ্ব রেকর্ড

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪ | ১৪:০৪ | আপডেট: ২৪ মার্চ ২০২৪ | ১৪:১০

স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শক হয়তো তখনো ঠিকমতো নিজেদের সিটে বসেননি। কিন্তু মাঠে এক দলের খেলোয়াড়েরা উল্লাস শুরু করে দিয়েছেন। গতকাল তেমনি এক ঘটনা ঘটেছে স্লোভাকিয়ার তেহেলনি পোল স্টেডিয়ামে। কিক-অফের পর বল জালে প্রবেশ করতে সময় লাগল মাত্র ছয় সেকেন্ড! আন্তর্জাতিক ফুটবলে এত কম সময়ে গোল আগে কখনও হয়নি। নতুন এই বিশ্বরেকর্ড গড়লেন ক্রিস্টফ বমগার্টনার।

শনিবার রাতে প্রীতি ম্যাচে ব্রাতিস্লাভায় স্বাগতিক স্লোভাকিয়াকে ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। তাদের ২৪ বছর বয়সী মিডফিল্ডার বমগার্টনার ষষ্ঠ সেকেন্ডেই নিশানা ভেদ করেন। শেষদিকে ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রেয়াস ওয়েইম্যান।

ম্যাচের পর গণমাধ্যমের কাছে বমগার্টনার নিজের অনুভূতি প্রকাশ করেন এভাবে, 'অবশ্যই এটা দারুণ ব্যাপার। আমি ভীষণ খুশি। যেভাবে আমি শটটা নিয়েছি... এটা অবশ্যই রোমাঞ্চকর কিছু।'

জার্মানির লুকাস পোডলস্কির আন্তর্জাতিক ফুটবলে আগের দ্রুততম গোলের রেকর্ড ছিল। সাবেক মিডফিল্ডার ২০১৩ সালে প্রীতি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ৭ সেকেন্ডে গোল করেছিলেন।

আরও পড়ুন

×