বিশ্বকাপ খেলতে অবসর ভাঙলেন ইমাদ ওয়াসিম

অবসর ভেঙে জাতীয় দলে ইমাদ ওয়াসিম। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৪ | ১৯:০৩
অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন পাকিস্তানের বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপ খেলতে ওই অবসর ভেঙে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।
ইমাদ ওয়াসিম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আগামী টি-২০ বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানের হয়ে টি-২০ খেলার জন্য আমি এখন উন্মুক্ত।’
তবে ইমাদ কেবল টি-২০ বিশ্বকাপ পর্যন্ত খেলবেন বলে জানা গেছে। ক্রিকইনফো জানতে পেরেছে, টি-২০ বিশ্বকাপের পরে আবার অবসরে চলে যাবেন তিনি। আগামী ১ জুন টি-২০ বিশ্বকাপ শুরু হবে।
ইমাদ ওয়াসিম সম্প্রতি ক্যারিবীয় প্রিমিয়ার লিগের দারুণ ক্রিকেট খেলেছেন। পিএসএলে তার দলকে চ্যাম্পিয়ন করেছেন। ফাইনালে নিয়েছেন ৫ উইকেট। এরপর পিসিবি’র পক্ষ থেকে তাকে অবসর ভাঙার বিষয়টি বিবেচনা করতে বলা হয়। তবে কোন শর্ত রাখা যাবে না বলে উল্লেখ করে পিসিবি।
- বিষয় :
- পিসিবি
- পিএসএল
- ইমাদ ওয়াসিম