ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জামিন পেয়েই রাতভর আলভেজের পার্টি

জামিন পেয়েই রাতভর আলভেজের পার্টি

ব্রাজিল ডিফেন্ডার দানি আলভেস। ছবি: গোল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪ | ১৯:৩৫ | আপডেট: ২৮ মার্চ ২০২৪ | ১৯:৩৬

ধর্ষণ মামলায় অভিযুক্ত দানি আলভেস বেশ কিছু শর্তে স্পেনের কারাগার থেকে জামিন পেয়েছেন। এর একদিন পরই ভোর ৫টা পর্যন্ত নিজের স্পেনের বাড়িতে তাকে পার্টি করতে দেখা গেছে। স্পেনের সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস দিয়েছে এই খবর। 

কারাগার থেকে জামিন পাওয়ার পরদিন ছিল দানি আলভেসের বাবার জন্মদিন। ওই উপলক্ষ্যে স্থানীয় রেস্টুরেন্টে পার্টি দেন ব্রাজিলের সাবেক বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজি ডিফেন্ডার। বাড়ি ফেরার পরে ওই পার্টি চলে ভোর পর্যন্ত। 

ধর্ষণের দায়ে স্পেনের আদালত দানি আলভেসকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছে। আলভেস ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। আপিল শুনানি চলাকালীন জামিন পেয়েছেন তিনি।

সেজন্য তাকে ১ মিলিয়ন ইউরোর জরিমানা হিসেবে দিতে হয়েছে। স্পেন ও ব্রাজিলের পার্সপোর্ট জমা দিতে হয়েছে আদালতের কাছে। নিয়মিত হাজিরা দিতে বলা হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে যে নারী ধর্ষণের অভিযোগ এনেছিলেন তার অবস্থানের ১ কিলোমিটার মধ্যে যাওয়া যাবে না এবং তাকে কোনভাবে ভয়ভীতি দেখানো যাবে না বলে শর্ত দেওয়া হয়েছে। জরিমানা দিয়ে ও এসব শর্ত মেনেই জামিন পেয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। 

আরও পড়ুন

×