ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রিমিয়ার বিভাগ হকি

পারিশ্রমিকের জন্য ম্যাচ বয়কট কোচ-অধিনায়কের!

পারিশ্রমিকের জন্য ম্যাচ বয়কট কোচ-অধিনায়কের!

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪ | ১০:৩৭ | আপডেট: ০১ এপ্রিল ২০২৪ | ১১:১৯

২৭ মাস পর শুরু হওয়া প্রিমিয়ার বিভাগ হকিতে সমস্যার যেন অন্ত নেই। খেলোয়াড়দের আবাসন, খাবারের দুর্গন্ধের সঙ্গে সবচেয়ে বড় সমস্যা পারিশ্রমিক। কয়েক দিন আগে পারিশ্রমিক না পাওয়ায় ক্যাম্প বর্জন করেছিল মোহামেডানের খেলোয়াড়রা। যদিও ক্লাব কর্তাদের আশ্বাসে এক দিন পরই ক্যাম্পে ফিরেছিলেন তারা। 

এবার পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বয়কট করেছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কোচ মো. তাবিব এ নূর ও অধিনায়ক মো. আসিফ এ নূর। রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিলকুশা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচে ছিলেন না তারা। বেতনের জন্য বারবার তাগাদা দিলেও শুধু আশ্বাস নাকি দিয়ে আসছেন ভিক্টোরিয়ার কর্মকর্তারা। 

ম্যাচের পর নাকি খেলোয়াড়দের রেখেই তাড়াতাড়ি চলে যান কর্তারা– গতকাল এমনই অভিযোগ করেন ক্লাবটির কোচ তাবিব এ নূর, ‘আমাদের সঙ্গে চুক্তি ছিল তিন কিস্তিতে টাকা দেবে। তার মানে ৯ ম্যাচ পরই আমাদের পুরো পারিশ্রমিক দেওয়া হবে। লিগে আমাদের বাকি আর একটি ম্যাচ। অথচ শেষ কিস্তির অর্থ পরিশোধ করেনি।’

ভিক্টোরিয়া এবং দিলকুশা স্পোর্টিংয়ের ম্যানেজমেন্ট একই। দুটি ক্লাবেরই খেলোয়াড়দের বেতন সমস্যা আছে। কিন্তু বাকি খেলোয়াড়রা কেন ম্যাচ বয়কট করেননি? ‘দলের অনেক খেলোয়াড়ই নতুন। তাদের বুঝিয়ে খেলানো হয়েছে।’ 

কোচের এ অভিযোগ অস্বীকার করে উল্টো শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ক্লাবটির এক কর্মকর্তা, ‘আমাদের সব অর্থ পরিশোধ করা হয়েছে। তাঁর (কোচ) পছন্দের বিদেশি খেলোয়াড় আনতে হবে এবং স্কোয়াডও নিজের মতো করতে চান। সেটা পারেননি বলেই এখন এই অভিযোগ এনেছেন।’

আরও পড়ুন

×