ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নেইমার অর্থ দেননি, আলভেসকে তবে কে ছাড়িয়েছে 

নেইমার অর্থ দেননি, আলভেসকে তবে কে ছাড়িয়েছে 

দানি আলভেস। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪ | ২০:২৭

জামিনে স্পেনের কারাগার থেকে মুক্তি পেয়েছেন দানি আলভেস। তাকে মুক্ত করতে লেগেছে ১ মিলিয়ন ইউরো বা প্রায় ১২ কোটি টাকা। এছাড়া আরও কিছু শর্ত মানতে হচ্ছে তাকে। নিয়মিত আদালতে হাজিরা দেওয়া, ভুক্তভোগী নারীর ১ কিলোমিটারের মধ্যে না যাওয়া ও পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে রাজী হতে হয়েছে তাকে। 

ব্রাজিলের সাবেক বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজি রাইট ব্যাক আলভেসকে জামিনে মুক্ত করতে নেইমার জুনিয়র তার বাবার মাধ্যমে ১ মিলিয়ন ইউরো ডোনেশন দিয়েছেন বলে দাবি করেছিল বেশ কিছু সংবাদ মাধ্যম। তবে ওই তথ্য ধোপে টেকেনি। 

তাহলে আলভেসকে জামিন পাওয়ার অর্থ দিল কে? স্প্যানিশ সংবাদ মাধ্যম ফিয়েস্তার সাংবাদিক মারিয়া ব্লাংকেস দাবি করেছেন, ব্রাজিলের খুব জনপ্রিয় একটি ম্যাগাজিন ওই অর্থ দিয়েছে। 

তিনি দাবি করেছেন, ‘ব্রাজিলের একটি ম্যাগাজিন, যারা পূর্বের ব্রাজিল ও ব্রাজিলের বাইরের ব্যক্তিদের নিয়ে বড় বড় কিছু নিউজ করেছে, তারা এই অর্থ প্রদান করেছে।’ তার মতে, ওই ম্যাগাজিন দানি আলভেস ও তার সঙ্গী জোয়ানা সানজকে নিয়ে ডকুমেন্টারি সাক্ষাৎকার বানাবে। ওই সাক্ষাৎকারের অগ্রিম হিসেবে এই অর্থ দিয়েছে তারা।

আরও পড়ুন

×