ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

তবে কি জাভি বার্সাতেই থাকছেন

তবে কি জাভি বার্সাতেই থাকছেন

বার্সা কোচ জাভি। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪ | ১৫:৩৩

সময়টা ছিল বড্ড বাজে। বার্সা হুট করেই পথ হারায়। চোটে পড়ে দলটির একাধিক তারকা খেলোয়াড়ও। চারদিকে সমালোচনার ঝড়। এর মাঝে হুট করেই দলটির কোচ জাভি হার্নান্দেজ ঘোষণা দেন, মৌসুম শেষ হলেই তিনি চলে যাবেন।

এর মধ্যে আবার বার্সাও কক্ষপথে ফিরতে শুরু করে। আবার জয়ের ধ্বনি ওঠে। পরিসংখ্যান বলছে, জাভির গুডবাই বলার পর থেকে টানা ১১ ম্যাচের একটিতেও হারেনি বার্সা। তবে কি বার্সাতেই থাকছেন তিনি? এখন এমন কথাও শোনা যাচ্ছে।

কয়েক দিন আগে বার্সার প্রেসিডেন্ট লাপোর্তেও এমন একটা গ্রিন সিগন্যাল দিয়েছেন। তাঁকে হয়তো রেখে দিতে পারে ক্লাবটি। তেমনটা হলে বার্সার জন্য একেবারে মন্দ হওয়ার কথা নয়। তবে লাপোর্তের স্বর বদলে গেলেও জাভির করার কিছু রইবে না। 

কারণ বার্সা এখন স্বরূপে আছে, আবার যখন বাজে সময় নেমে আসবে, তখন যদি জাভিকে গুরুত্ব না দেন তিনি। এদিকে বার্সার নতুন কোচ হতে চাইছেন অনেকেই। যে তালিকায় হেন্সি ফ্লিকও আছেন। তাঁর পছন্দের ক্লাব নাকি বার্সা। তিনি নিজে থেকে প্রস্তাব দিয়েছেন। কিন্তু বার্সার কর্তারা তাঁকে সেভাবে চাইছেন না।

আরও পড়ুন

×