মাঠে নামতে আর কিছুদিন অপেক্ষা মোরসালিনের

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪ | ১২:১৬
কিংস অ্যারেনায় ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে ফাহিম-রাকিবদের গোল মিসের দৃশ্যগুলো গ্যালারিতে বসে দেখেছিলেন শেখ মোরসালিন। গত বছর এই ভেন্যুতেই লেবাননের বিপক্ষে তাঁর চোখ ধাঁধানো গোলেই এক পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। সেদিন ফিলিস্তিন ম্যাচে মোরসালিনের অভাবটা ভালোই অনুভব করেছিল দল।
তিন মাস আগে ঘরোয়া লিগে বসুন্ধরা কিংসের হয়ে খেলার সময় পড়া ডান পায়ের ইনজুরিতেই বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়া ও ফিলিস্তিনের বিপক্ষে খেলা হয়নি মোরসালিনের। এই সময়ে কলকাতায় গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তিনি। প্রথমে ধারণা করা হয়েছিল, হয়তো অস্ত্রোপচারের টেবিলে যেতে হবে। তবে ভারতের ডাক্তার বলেছেন, এখন সেই দিকে যাওয়ার প্রয়োজন নেই। সবকিছু ঠিক থাকলে ঈদের পরই কিংসের জার্সিতে মাঠে দেখা যাবে মোরসালিনকে।
চোট থেকে ৯০ ভাগের বেশি সুস্থ হওয়ায় ১০-১২ দিনের মধ্যেই মাঠে নামতে পারবেন বলে সমকালকে জানান কিংসের এ ফুটবলার, ‘চোট নিয়ে যে ভয় ছিল, সেটা আপাতত নেই। প্রথমে ডাক্তার বলেছিলেন, ছয় মাস লাগবে। আল্লাহর রহমতে সাড়ে তিন মাসের মধ্যেই সুস্থ হয়ে গেছি। ঈদের পরই ক্লাবের হয়ে মাঠে ফিরতে পারব ইনশাআল্লাহ।’
মোরসালিনের চোটটা একটু অদ্ভুত। ডান পায়ের যে অংশ দিয়ে শুটিং নেন, সেই জায়গাতে আঘাত পেয়েছিলেন তিনি। বলে শট করলেই পা ঝিনঝিন করত তাঁর। স্পাইক লেগে নার্ভের একটা অংশ ছিঁড়ে গেছে তাঁর। যে কারণে হাত দিয়ে ওই জায়গায় টাচ করলেই ইলেকট্রিক শকের মতো অনুভব হতো তাঁর।
দেশে স্পোর্টস মেডিসিন ডাক্তার দেখানোর পর ক্লাব বসুন্ধরার সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য কলকাতার ডাক্তার বিকাশ কাপুরকে দেখাতে ১৯ মার্চ ভারতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এখন ফিজিওর কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন। ‘কলকাতার ডাক্তার বলেছেন, আপাতত কোনো সমস্যা নেই। যদি বল মারতে ব্যথা লাগে, তাহলে ইনজেকশন দিয়ে নার্ভ ব্লক করে দেবেন। সেটা করার চিন্তা আমার নেই।’
- বিষয় :
- শেখ মোরসালিন