ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘যুদ্ধ’ করে হলেও ফিরতি লেগে বার্সাকে হারাতে চায় পিএসজি

‘যুদ্ধ’ করে হলেও ফিরতি লেগে বার্সাকে হারাতে চায় পিএসজি

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪ | ১৬:৪৮ | আপডেট: ১১ এপ্রিল ২০২৪ | ১৬:৫২

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হতাশা নিয়ে মাঠ ছাড়ল কিলিয়ান এমবাপ্পের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুধবার রাতে পিএসজিকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকল স্প্যানিশ জায়ান্টরা। 

৩-২ গোলের জয়ে কিছুটা এগিয়ে থেকে আগামী ১৬ এপ্রিল ন্যু ক্যাম্পে পিএসজিকে স্বাগত জানাবে বার্সা। স্পেনের এই ম্যাচটি এনরিকের জন্য হতে যাচ্ছে যুদ্ধে নামার মতো ব্যাপার। প্রথম লেগে ঘরের মাঠে হেরে গেলেও পিএসজি কোচ লুইস এনরিকের নিশ্চিত বিশ্বাস, ফিরতি লেগ জিতে তারাই খেলবেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে।

সংবাদ সম্মেলনে এনরিকে বলেছেন, ‘দ্বিতীয় লেগটি এখন অনেকটা ফাইনালের মতো, সেভাবেই আমরা মাঠে নামব। আমার কোনো সংশয়ই নেই যে, আমরা কোয়ালিফাই করব। জয়ের জন্য ও এই ম্যাচের পারফরম্যান্সের জন্য বার্সেলোনাকে অভিনন্দন জানাই।’

এনরিকে আরও বলেছেন, ‘আমরা বার্সেলোনায় যাবো যুদ্ধ জয়ের প্রস্তুতি নিয়ে। তীব্র তাড়না নিয়ে যাব আমরা। প্রতিপক্ষকে কখনোই ফেভারিট হিসেবে দেখি না আমি, যে প্রতিপক্ষই হোক না কেন। শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় এভাবেই দেখি আমি। আমি বিশ্বাস করি, জয়ের জন্যই বার্সেলোনায় যাব আমরা।’

বার্সার বিপক্ষে এই হারে কষ্ট পেলেও শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট এনরিকে। পিএসজি এই কোচ বলেন, ‘এটা স্পষ্ট যে সব হারই কষ্টদায়ক এবং বিরক্তিকর। কিন্তু আমি বিশ্বাস করি খুব শক্তিশালী একটি দলের বিপক্ষে আমরা ভালো খেলেছি। আমাদের আরও ভালো করা উচিত ছিল এবং দ্বিতীয় লেগে অনেক উন্নতি করতে হবে। তবে আজকে যা হয়েছে, তাতেও আমি সন্তুষ্ট। নিজেদেরকে সামাল দিতে পেরেছি আমরা।’

আরও পড়ুন

×