ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাকিব-শান্তরা কে কোথায় ঈদ উদযাপন করছেন

সাকিব-শান্তরা কে কোথায় ঈদ উদযাপন করছেন

ক্রিকেটারদের ফেসবুক থেকে নেওয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪ | ১৮:৩০

বাংলাদেশে আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এবার খেলাধুলার ব্যস্ততা না থাকায় নিজেদের মতো করেই ঈদ পালন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কেউ পরিবারের সঙ্গে ঢাকায়, কেউ দেশের বাইরে, কেউবা আবার গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করছেন।

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ঈদ পালন করেছেন গতকাল। ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন তিনি। নিউ ইয়র্কে ঈদ পালন করেছেন নাসির হোসেনও। বাংলাদেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বরাবরের মতো এবারও নিজ শহর রাজশাহীতে ঈদ উদযাপন করছেন।

বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম চোঁট সারিয়ে এখনো মাঠে ফিরতে পারেননি। তবে মাঠে না ফিরলেও ঈদ উদযাপন বগুড়াতেই করছেন তিনি।

বাংলাদেশের অন্য ক্রিকেটারদের মধ্যে নিজ জেলা বগুড়ায় ঈদ করেছেন তাওহিদ হৃদয়, খুলনায় মেহেদী হাসান মিরাজ, চাঁদপুরে মাহমুদুল হাসান, রিশাদ হোসেন নীলফামারীতে, শাহাদাত হোসেন দিপু চট্টগ্রামে, শরিফুল ইসলামে পঞ্চগড়ে।

এছাড়া টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদ ঈদ ঢাকাতেই কাটালেন। এদিকে আইপিএলে খেলার কারণে গত কয়েক বছরই ঈদের সময়টা ভারতে কাটাতে হয় মুস্তাফিজুর রহমানকে। এবারও ব্যতিক্রম নয়। ভারতেই ঈদ কাটল জাতীয় দলের এই বাঁহাতি পেসারের।

তরুণ হার্ডহিটার ব্যাটার জাকের আলি অনিক, শামীম পাটোয়ারীরা ঈদ পালন করছেন পরিবারের সঙ্গে। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন গ্রামের বাড়ি ফেনীতে ঈদ করেছেন।

সাবেক ক্রিকেটারদের মধ্যে আব্দুর রাজ্জাক, জাভেদ ওমর বেলিমরাও পরিবারের সঙ্গেই ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। ছেলেকে সঙ্গে নিয়ে দুজনই ছবি প্রকাশ করেছেন তাদের ফেসবুকে।

এদিকে নারী ক্রিকেটাররাও রয়েছেন ছুটিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরপরই তারা ছুটি পেয়েছেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সহ বাকিরা পরিবারের সঙ্গেই ঈদ পালন করছেন। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই ঈদের পর তাদের ব্যস্ততাও থাকবে বেশ।

ঈদের পর শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততা ও জিম্বাবুয়েকে আতিথেয়তা দেওয়ার প্রস্তুতি। ১৫ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডের খেলা শুরু হবে। ১৮ এপ্রিল জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হওয়ার কথা রয়েছে। ২৩ এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হবে ক্যাম্প।

আরও পড়ুন

×