ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নাঈম-শান্তর সেঞ্চুরিতে রান পাহাড়ে আবাহনী

নাঈম-শান্তর সেঞ্চুরিতে রান পাহাড়ে আবাহনী

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪ | ১৩:১০ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ | ১৫:৩৪

ঈদের বিরতির পর মাঠে ফিরেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। হাইভোল্টেজ ম্যাচে মিরপুরের হোম অব ক্রিকেটে মুখোমুখি আবাহনী এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করতে নেমে আবাহনীর হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্ত। জোড়া সেঞ্চুরিতে রানপাহাড় গড়েছে আবাহনী। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪১ রানে সংগ্রহ করেছে আবাহনী। তামিমদের সামনে এখন ৩৪২ রানের টার্গেট।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে সতীর্থ এনামুল হক বিজয়কে নিয়ে উদ্বোধনী জুটিতে ১১০ রান এনে দেন নাঈম। ৫ রানের জন্য অর্ধশতকের দেখা পাননি বিজয়। সঙ্গী হারালেও নাঈম এগোতে থাকেন সাবলীলভাবে, তাকে সঙ্গ দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রাইম ব্যাংকের বোলারদের সামাল দিয়ে এরই মধ্যে সেঞ্চুরিও তুলে নিয়েছেন। ৯৭ বলে পেলেন শতকের দেখা।

তবে নাঈম তিন অঙ্ক ছোঁয়ার আগেই আম্পায়ারিং নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ইনিংসের ২৮ ওভারে মোহাম্মদ মিঠুনের বলে নাঈমের বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন উঠলেও তাতে সাড়া দেননি আম্পায়ার আসাদুর রহমান। তখন ৬৪ বলে ৬৯ রান করে ক্রিজে ছিলেন নাঈম। এটা নিয়েই আম্পায়ারের সঙ্গে লেগে যায় প্রাইম ব্যাংকের তামিম ইকবালের। তাতে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় খেলা। পরে অবশ্য অচলাবস্থা কেটে আবার খেলা শুরু হয়। দলীয় ১৯৯ রানে রাজার বলে ফেরেন নাঈম। ১০ চার ও ২ ছক্কার সৌজন্যে ১০৪ বল খেলে ১০৫ রান করেন টাইগার এই ওপেনার।

নাঈম ফিরলে তাওহিদ হৃদয়কে নিয়ে এগোতে থাকেন শান্ত। একসময় সেঞ্চুরিও পেয়ে যান জাতীয় দলের তিন ফরম্যাটের এই অধিনায়ক। ৩ ছক্কা ও ১১ টি চারের মারে ৭৭ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত হাসানের বলে বোল্ড হয়ে ১১৮ রানে থামেন শান্ত। হাসানের দ্বিতীয় শিকার হয়ে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন আফিফ। এরপর ৩২ বলে ফিফটির দেখা পান হৃদয়। শেষ বলে হৃদয়ের দুই ছক্কায় আবাহনীর স্কোরবোর্ডে উঠে ৩৪১ রান। ৬৫ রানে হৃদয় ও ১ রানে অপরাজিত থাকেন জাকের আলী অনিক।

প্রাইম ব্যাংকের হয়ে হাসান মাহমুদ ৭৬ রান খরচায় পেয়েছেন দুটি উইকেট। একটি উইকেট নিয়েছেন রাজা।

আরও পড়ুন

×