ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘এখানেই খেলি, জাতীয় দল পরে দেখা যাবে’

‘এখানেই খেলি, জাতীয় দল পরে দেখা যাবে’

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪ | ২০:৩৪

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একাদশ রাউন্ডের ম্যাচে দাপুটে জয় পেয়েছে মোহামেডান। প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়নকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি, তাও ২৬.৪ ওভার হাতে রেখে। একপেশে ম্যাচে আলো ছড়িয়েছেন নাসুম আহমেদ ও ইমরুল কায়েস।

নাসুম নিয়েছেন ৫ উইকেট, অন্যদিকে ব্যাট হাতে অপরাজিত ৯২ রান করেছেন ইমরুল কায়েস। ম্যাচ শেষে ইমরুলকে জিজ্ঞেস করা হয়েছিল, জাতীয় দলে ফেরা নিয়ে। জবাবে ইমরুল বলেন, ‘এখানে খেলছি, এখানে খেলতে দিন না। এখানেই খেলি। জাতীয় দল পরে দেখা যাবে। (ডিপিএলের মাঝামাঝিতে ছন্দ হারানো নিয়ে) ক্রিকেটে ক্যারিয়ারই এমন, সবসময় ভালো খেলবেন না, উত্থানপতন থাকবে। একটা বিরতির পর সব নতুন করে শুরু করতে পেরেছি। নতুন করে ব্যাটিং নিয়ে কাজ করেছি।’

প্রিমিয়ার লিগের মান নিয়ে প্রশংসা করে মোহামেডানের অধিনায়ক বলেন, ‘বাংলাদেশে ডিপিএলের উপরে কোনো লিগ নেই। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হয়, ভালো ভালো বোলার থাকে, স্পিনার থাকে। রাদের মোকাবেলা করে আপনাকে রান করতে হবে। স্কিলফুল ব্যাটার থাকে, বোলাররাও সেই চ্যালেঞ্জ নেয়। যখন বিদেশিরা খেলত ওরাও বলেছে, প্রিমিয়ার ডিভিশনে অনেক ভালো ক্রিকেট হয়।’

বর্তমানে মোহামেডানের নেতৃত্বভার রয়েছে ৩৭ বছর বয়সী ইমরুলের কাঁধে, তবে সুপার লিগে তিনি এই দায়িত্বে অন্য কাউকে চান, ‘অধিনায়কের কাজ দলকে গুছিয়ে রাখা। খেলতে হয় খেলোয়াড়দের, অধিনায়ক একা খেলে দেয় না। আমি প্রথমে রিয়াদ ভাইকে বলেছিলাম অধিনায়কত্ব করেন। আজও বলেছি সুপার লিগ আরেকজন করুক। আমি চাই মিরাজ করুক। এখান থেকে শিখুক। জাতীয় দলে গিয়ে যেন সহজ হয়, মুখস্থ থাকে। আজ সকালেও বলেছি পরের পাঁচটা ম্যাচ মিরাজ অধিনায়কত্ব করলে ভালো লাগবে। আমার কাছে অধিনায়কত্ব কোনো বড় ব্যাপার নয়।’

আরও পড়ুন

×