চেলসিকে হারিয়ে ফের এফএ কাপের ফাইনালে সিটি

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪ | ০৯:০৪ | আপডেট: ২১ এপ্রিল ২০২৪ | ০৯:৫৫
রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগ পরাজয়ের ধাক্কা কাটিয়ে তিন দিনের ভেতর আরেকটি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা।
গতবারের কোয়াড্রোপল শিরোপা জয়ীর সামনে এখন প্রিমিয়ার লিগ আর এই এফএ কাপ শ্রেষ্ঠত্ব ধরে রাখার সুযোগ। কভেন্ট্রি সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড দ্বিতীয় সেমিফাইনাল জয়ীর সঙ্গে ফাইনাল খেলবে সিটি।
ওয়েম্বলিতে হাইভোল্টেজ ম্যাচটিতে আর্লিং হল্যান্ডকে ছাড়া খেলতে নেমে প্রথমার্ধে বলার মতো কিছুই করতে পারেনি সিটি। ম্যাচের ১৪ মিনিটে কেভিন ডি ব্রুইনার পাস থেকে গোল করতে ব্যর্থ হন ফিল ফোডেন। উল্টো ২৯ মিনিটে চেলসি স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন গোলের সহজ সুযোগ মিস না করলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারত চেলসি। ম্যাচের ৩৬ মিনিটে পালমারের জোড়ালে শট ফিরিয়ে দেন সিটি গোলকিপার ওর্তেগা। দুই দলই সুযোগ হারিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের মতো একই ভঙ্গিতে শুরু করে চেলসি। ৪৮ মিনিটে আবারও গোলের সুযোগ হারান জ্যাকসন। ম্যাচ যখন অতিরিক্ত আধঘণ্টায় গড়াবে বলে মনে হচ্ছিল তখনই ত্রাতা হয়ে এলেন বার্নাদো সিলভা।একাধিক সুযোগ মিসের হতাশায় থাকা সিটিকে ৮৪ মিনিটে ডি ব্রুইনার ক্রস থেকে জোরাল শটে জয়সূচক গোলটি এনে দেন এই পর্তুগিজ মিডফিল্ডার।
- বিষয় :
- এফএ কাপ
- ম্যানচেস্টার সিটি
- চেলসি