ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বায়ার্ন নয়, জিদানের পছন্দ ম্যানইউ

বায়ার্ন নয়, জিদানের পছন্দ ম্যানইউ

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪ | ১২:৪১

১৬ এপ্রিল স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাতে প্রকাশিত হয়েছিল একটি প্রতিবেদন। যেখানে তারা দাবি করে জিনেদিন জিদান বায়ার্ন মিউনিখের কোচ হচ্ছেন। এর পর গুঞ্জনটা আরও ডালপালা মেলে, যখন নাগেলসম্যান জার্মানির সঙ্গে চুক্তি নবায়ন করেন। কারণ থমাস টুখেল দায়িত্ব ছাড়ার কথা বলার পরই বাভারিয়ানরা নতুন কোচ খোঁজা শুরু করেন। যেখানে নাগেলসম্যানের কথাও নতুন করে শোনা যায়। 

কিন্তু সাবেক এই বায়ার্ন কোচ যখন জার্মানির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নেন, তখন আর তাঁকে নিয়ে কথা হয়নি। নতুন করে জিদানকে ঘিরে ওঠে গুঞ্জন। জানা যায়, বায়ার্নের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করার খবরও। সব শেষ ইএসপিএন তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বায়ার্নের সঙ্গে এমন কোনো কথাই হয়নি জিজুর। তা ছাড়া তাঁর পছন্দ বায়ার্ন নয় ম্যানইউ। যদি কোচ হতে চান রেড ডেভিলসদের সঙ্গে দেখা যাবে তাঁকে।

কোচিং ক্যারিয়ারে বেশ সফল জিদান। তাঁর অধীনে রিয়াল তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতে। কিন্তু দ্বিতীয় দফায় লস ব্লাঙ্কোসদের ছাড়ার পর আর কোচের খাতায় নাম তোলেননি। তবে কাতার বিশ্বকাপের পর ফ্রান্স দলের কোচ হওয়ার কথা ছিল তাঁর। সেটাও হয়নি। কারণ দেশমের সঙ্গে ফ্রান্স সম্পর্কটা ঠিকঠাক রাখে। এর পর পিএসজির কোচ হওয়ার কথাও শোনা যায়। সেটিও একসময় চাপা পড়ে, যখন লুইস এনরিকে লিগ ওয়ানের ক্লাবটির দায়িত্ব নেন।

আরও পড়ুন

×