অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পরও স্বপ্নভঙ্গ কভেন্ট্রির, ফাইনালে ম্যানইউ

ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪ | ০৯:৫৪ | আপডেট: ২২ এপ্রিল ২০২৪ | ১০:৪০
খেলার ৭০ মিনিট অবধি ৩-০ গোলে এগিয়েই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। নিশ্চিত হার চোখ রাঙ্গাচ্ছিল কভেন্ট্রিকে। কিন্তু শেষ ২০ মিনিটের নাটকীয়তা বদলে দেয় ম্যাচের মোড়। তিন গোলে পিছিয়ে থাকা দল মুহূর্তের মধ্যেই ফিরে সমতায়। যেন ম্যানইউয়ের কাছ থেকে জয় ছিনিয়ে নিচ্ছিল তারা। অতিরিক্ত সময়েও ফয়সালা না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। শেষে সেখানেই সহজ ম্যাচ কঠিন করে জিতে নেয় এরিক টেন হাগের শিষ্যরা। এফএ কাপের সেমিফাইনালের নাটকীয়তায় ভরা এই ম্যাচে কভেন্ট্রি সিটিকে পেনাল্টিতে ৪-২ ব্যবধানে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথমার্ধে ম্যানইউ এগিয়ে যায় ২-০ গোলে। স্কট ম্যাকটমিনে দারুণ গোলে লিড এনে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে হ্যারি ম্যাগুইরের দুর্দান্ত হেডে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। বিরতির পর ফিরে ৫৮ মিনিটে ব্রুনো ফের্নান্দেসের গোল।
এরপরই অবিশ্বাস্য প্রত্যাবর্তন কভেন্ট্রির। ৭১ মিনিটে দলটি ব্যবধান কমায় এলিস সিমসের গোলে। আট মিনিট পর ক্যালাম ও’হারের শট ম্যানইউ ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে হাজি রাইটের গোল ম্যাচ অতিরিক্ত সময়ে নেয়। সেখানে ত্রিশ মিনিটের খেলায় কোন দল গোল করতে পারেনি। তবে যোগ করা সময়ে সবাইকে চমকিয়ে গোল করে বসে কভেন্ট্রি। কিন্তু ভাগ্যের নির্মম উপহাসে অফসাইডে গোলটি বাতিল হয়।
এবার পালা টাইব্রেকারের। সেখানেও নাটকীয়তা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম পেনাল্টি নিতে আসা ক্যাসিমিরোর শট কভেন্ট্রির গোলরক্ষক ফিরিয়ে দেন। তবে এরপর সবকটি পেনাল্টি থেকে গোল করে ইউনাইটেড। আর কভেন্ট্রির ও'হারার পেনাল্টি সেভ করেন ওনানা এবং বেন শেফ বাইরে দিয়ে পেনাল্টি মারেন। যার ফলে ৪-২ গোলে শুট আউট জিতে টানা দ্বিতীয়বারের মতো এফএ কাপের ফাইনাল নিশ্চিত হয় ম্যানইউর।
চেলসিকে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি আগেই ফাইনাল নিশ্চিত করেছে। ফলে ২৫ মে আরেকটি ম্যানচেস্টার ডার্বি ফাইনাল দেখার অপেক্ষায় থাকবে বিশ্ব।
- বিষয় :
- এফএ কাপ
- ম্যানচেস্টার ইউনাইটেড