সন্দীপের ফাইফার, জয়সয়ালের সেঞ্চুরিতে রাজস্থানের জয়

ছবি- বিসিসিআই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪ | ০৯:২৮ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ | ১০:১৭
জয়পুরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বল হাতে ঝলক দেখিয়েছেন সন্দীপ শর্মা। তার ফাইফারের পর ব্যাট হাতে অপ্রতিরোধ্য যশস্বী জয়সয়াল। তরুণ তারকার সেঞ্চুরিতে হার্দিক পান্ডিয়ার দলকে ৯ উইকেটে হারিয়েছে স্যাঞ্জু স্যামসনের রাজস্থান।
রাজস্থানের ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় মুম্বাই। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৭৯ রান করে তারা। জবাবে নেমে ১ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে রাজস্থান।
লক্ষ্য তাড়ায় দুই ওপেনার জয়সয়াল ও জস বাটলার মিলে ৮ ওভারেই তুলে ফেলেন ৭৪ রান। ২৫ বলে ৩৫ রান করে বাটলার বিদায় নিলেও অধিনায়ক সাঞ্জু স্যামসনকে নিয়ে বাকি পথ সহজেই পাড়ি দেন যশস্বী। ৬০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন তিনি। যা আইপিএলে তার দ্বিতীয় সেঞ্চুরি। দুর্দান্ত এই ইনিংসটি ৭টি ছক্কা ও ৯টি চারে সাজানো। আর স্যামসন ২৮ বলে ৩৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এর আগে মুম্বাইয়ের টপঅর্ডারদের ব্যর্থতার পর তিলক ভার্মা হাল ধরেন। পাঁচটি চার ও তিন ছক্কায় ৩৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। তিন চার ও চার ছক্কায় ২৪ বলে ৪৯ রান করেন নিহাল ওয়াধেরা। এছাড়া ১৭ বলে ২৩ রান করেন মোহাম্মদ নবী। বাকীদের সবাই হয়েছেন ব্যর্থ। ৯ উইকেটে ১৭৯ রান করে মুম্বাই। সন্দীপ ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে পাঁচ উইকেট নেন।
এই জয়ে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সংহত করল রাজস্থান। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলকাতা নাইট রাইডার্স। ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে মোট ৬ পয়েন্ট নিয়ে টেবিলে সপ্তম মুম্বাই।
এদিকে এই ম্যাচেই আইপিএলের ২০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করলেন রাজস্থানের লেগ স্পিনার চাহাল। ১৫৩ ম্যাচে (১৫২ ইনিংস) ২১.৬০ গড়ে নিলেন ২০০ উইকেট। ১৬১ ম্যাচে (১৫৮ ইনিংস) ২৩.৮২ গড়ে ১৮৩ উইকেট নিয়ে এই তালিকায় দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। মুম্বাইয়ের লেগ স্পিনার পীযূষ ১৮৬ ম্যাচে (১৮৫ ইনিংস) ২৭.১৬ গড়ে ১৮২ উইকেট নিয়ে তৃতীয়।
- বিষয় :
- আইপিএল-২০২৪
- রাজস্থান রয়্যালস