ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন নাহিদাদের

ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন নাহিদাদের

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪ | ২১:১৬ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ | ২১:৩৩

এক দিন পরই সিলেটে বাংলাদেশ নারী দলের টি২০ সিরিজ শুরু ভারত নারী দলের বিপক্ষে। ম্যাচ ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে অনুশীলন। শুক্রবার স্বাগতিক দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এবার মাঠে নিজেদের সেরাটা মেলে ধরতে চান তারা। 

বাঁহাতি এ স্পিনার বলেন, ‘আমরা এখানে খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আরও একটা দিন আছে, আশা করি ভালো প্রস্তুতি হবে। ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করেছে। বোলাররাও খুব ভালো করেছে।’

ভারতের বিপক্ষে টি২০তে ভালো খেলে বাংলাদেশ নারী দল। এই দলটিকে হারিয়েই এশিয়া কাপ জিতেছিলেন সালমা খাতুনরা। এবার টি২০ বিশ্বকাপ ভেন্যুতে ভারতের বিপক্ষে এশিয়া কাপের মহড়া হয়ে যাবে বাংলাদেশের। 

নাহিদার মতে, ‘নিশ্চিতভাবে ভালো না খেললে তো ম্যাচ জেতা যাবে না। যেদিন ভালো খেলব, সেদিন ম্যাচ জিতব। সো আমাদের চেষ্টা থাকবে ভালো খেলে কীভাবে জয়লাভ করতে পারি সে চেষ্টা করা। আমরা ভালো শেপে আছি, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু করতে পারব।’

আরও পড়ুন

×