ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কেইনের জোড়া গোলে বায়ার্নের জয়, নিশ্চিত চ্যাম্পিয়ন্স লিগ

কেইনের জোড়া গোলে বায়ার্নের জয়, নিশ্চিত চ্যাম্পিয়ন্স লিগ

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ০৯:৪৭

বুন্দেসলিগার এ মৌসুমে শিরোপার লড়াই আগেভাগেই শেষ হয়ে গেছে। প্রথমবারের মত লেভারকুসেন পেয়েছে কাঙ্ক্ষিত এই ট্রফি। এতে লিগে বায়ার্ন মিউনিখের বাকি ম্যাচগুলো হয়ে গেছে এক প্রকার আনুষ্ঠানিকতার। তবে এমন আনুষ্ঠানিকতার ম্যাচেও থেমে নেই হ্যারি কেইনের গোল উদযাপন। নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানে এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে বায়ার্ন। এই জয়ে পরের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিল জার্মান জায়ান্টরা।

ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচের ৯ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন কেইন। নিজের দ্বিতীয় গোলটি করেন ৬১ মিনিটে পেনাল্টি থেকে। তার আগে ২৩ মিনিটে হুগো এতিক্কের গোলে সমতায় ফিরেছিল ফ্রাঙ্কফুর্ট। এ নিয়ে লিগে নিজের প্রথম মৌসুমেই ৩১ ম্যাচে সর্বোচ্চ ৩৫ গোল করলেন কেইন। ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটের দৌড়েও সবার সামনে তিনি। 

এই জয়ের পরও বায়ার্ন শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করা বায়ার লেভারকুসেনের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে। আরেক ম্যাচে লেভারকুসেন স্টুটগার্টের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। খেলার অর্ধেকের বেশি সময় পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল এবারের চ্যাম্পিয়নরা। কিন্তু পরে দুটি গোলই শোধ করে দিয়েছে জাভি আলোনসোর শিষ্যরা। ফলে ৩১ ম্যাচে ষষ্ঠ ড্র করেছে তারা। এর বিপরীতে তারা জয় পেয়েছে ২৫ ম্যাচে। প্রথমবার বুন্দেসলিগা জয় নিশ্চিত করে ফেলা দলটির সংগ্রহ এখন পর্যন্ত ৮১ পয়েন্ট।

আরও পড়ুন

×