ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘ব্লুজ হয়ে আবার আসিব ফিরে’, চেলসি ছাড়ার ঘোষণায় সিলভা 

‘ব্লুজ হয়ে আবার আসিব ফিরে’, চেলসি ছাড়ার ঘোষণায় সিলভা 

চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিলভা। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪ | ১৯:১১

জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’ কবিতার মতো করেই চেলসিতে আবার ফিরে আসার কথা বলেছেন থিয়াগো সিলভা। চেলসিতে এটাই তার শেষ মৌসুম জানিয়ে ৩৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিলভা বলেছেন, ‘একবার যে ব্লুজ, সারা জীবনই সে ব্লুজ।’ 

আট বছর পিএসজির জার্সিতে খেলার পর বয়স ৩৬ ছুঁই ছুঁই হওয়ায় সিলভার সঙ্গে চুক্তি নবায়ন করেনি দলটি। ২০২০ সালে ফ্রিতে চেলসিতে যোগ দেন থিয়াগো সিলভা। এরপর দলটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ডিফেন্স লাইন সামাল দিয়েছেন দক্ষতা ও অভিজ্ঞতার মিশেলে। 

এখন ইউরোপ ছেড়ে যাওয়ার অপেক্ষা তার। চুক্তি শেষ হওয়ায় ব্লুজরা তার সঙ্গে চুক্তি নবায়ন করছে না। বিষয়টি নিশ্চিত করে সিলভা বলেছেন, ‘স্বাভাবিক পরিস্থিতিতেই বিদায় বলা খুবই কঠিন একটা কাজ। যদি সমঝোতাপূর্ণ ভালোবাসার সম্পর্ক হয়, সেটা আরও কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু একবার ব্লুজ মানে, সবসময়ই ব্লুজ।’ 

সিলভা আরও জানিয়েছেন, বিদায় শব্দটা তাদের জন্য যারা একবারে ছেড়ে চলে যাচ্ছে। যদি ফিরে আসার ইচ্ছে থাকে তবে তা বিদায় না। সুযোগ হলে চেলসিতে তিনি নতুন কোন ভূমিকায় ফিরে আসতে চান বলেও জানিয়েছেন।   

বয়স ৩৯ বছর হয়ে গেলেও সিলভা ফুটবলকে এখনই বিদায় বলছেন না। সংবাদ মাধ্যম দাবি করেছে, মৌসুম শেষে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি করবেন তিনি। ক্যারিয়ার শেষ করতে চান সেখানেই যে বিন্দু থেকে শুরু হয়েছিল। সিলভা তিন মৌসুম ফ্লুমিনেন্সে খেলার পর ২০০৯ সালে এসি মিলানে যোগ দেন। ২০১২ সালে যোগ দেন পিএসজিতে। ২০০৮ সালে ফ্লুমিনেন্সে থাকতেই ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় তার।

আরও পড়ুন

×