ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পান্ডিয়ায় অনাস্থা, সহ-অধিনায়কের দৌড়ে পান্ত

পান্ডিয়ায় অনাস্থা, সহ-অধিনায়কের দৌড়ে পান্ত

ভারতের ক্রিকেটার পান্ডিয়া (বাঁয়ে) ও পান্ত। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪ | ২২:০৮

হার্ডিক পান্ডিয়াকে ভারতের সাদা বলের ভবিষ্যত অধিনায়ক মনে করা হচ্ছিল। আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়ক হয়ে প্রথম মৌসুমে শিরোপা, পরের মৌসুমে রানার্স আপ। খণ্ডকালীন জাতীয় দলের অধিনায়ক হিসেবেও সাফল্য পেয়েছিলেন। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়ে ফর্ম-ফেম দুটোই হারিয়েছেন তিনি। 

ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচকরাও পান্ডিয়ার ওপর আস্থা হারিয়েছে বলে খবর। যে কারণে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মার ডেপুটি কে হবেন তা নিয়ে চিন্তায় পড়ে গেছেন তারা। ইনজুরি কাটিয়ে আইপিএলে দারুণ ক্রিকেট খেলতে থাকা ঋষভ পান্তকে সহ-অধিনায়ক করার কথাও ভাবছেন। 

সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, টি-২০ বিশ্বকাপের দল দেওয়ার আগে ১ মে বৈঠকে বসবেন বিসিসিআই নির্বাচকরা। দল নির্বাচনের আগে সহ-অধিনায়ক নিয়ে সিদ্ধান্তে আসতে চান তারা। বিশ্বকাপ একাদশে হার্ডিক পান্ডিয়ার জায়গা অনেকটাই নিশ্চিত। পান্তকে সহ-অধিনায়ক করা হলে তাকেও একাদশে জায়গা দিতে হবে। কিন্তু তার ব্যাটিং অর্ডার নিয়ে দ্বিধায় আছেন নির্বাচকরা। 

সড়ক দুর্ঘটনায় ২০২২ সালে গুরুতর আহত হন ঋষভ পান্ত তার আগে টি-২০ দলের সহ অধিনায়ক ছিলেন তিনি। লম্বা সময় জাতীয় দলের বাইরে চলে যাওয়ায় পান্ডিয়া তার জায়গায় দায়িত্ব পান। রোহিত শর্মাকে সরিয়ে পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। যে কারণে দু’জনের সম্পর্ক অবনতি হয়েছে বলেও কিছু কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে। পান্ডিয়ার সহ-অধিনায়কের চেয়ার কেড়ে নেওয়ার এটাও একটা কারণ হতে পারে। 

আরও পড়ুন

×