ডিপিএলে ঝড়ো সেঞ্চুরি সাকিবের

ডিপিএলে সাকিবের সেঞ্চুরি। ছবি: শেখ জামাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৪ | ১৫:৫৮
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শুরু থেকেই চাইলে খেলতে পারতেন। কিন্তু নামটা তো সাকিব আল হাসান। ম্যাচ ফিটনেসে না ফিরে জাতীয় দলের হয়ে খেলতে চাননি তিনি। যে কারণে যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরেই ডিপিএলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে মাঠে নেমে পড়েন তিনি।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে দারুণ এক ঝড়ো সেঞ্চুরি করে সাকিব বুঝিয়ে দিয়েছেন জাতীয় দলের হয়ে খেলার প্রস্তুতি তিনি ভালো মতোই নিচ্ছেন। চোখের সমস্যার কথা শোনা গেলেও বিপিএলে রানে ফিরেছিলেন তিনি। এবার সব প্রতিযোগিতা মিলিয়ে প্রায় ৫ বছর পর সেঞ্চুরির দেখা পেলেন এই বাঁ-হাতি অলরাউন্ডার।
ডিপিএলে এবার দেশ সেরা ক্রিকেটার খেললেন ১০৭ রানের ইনিংস। তার ওই ইনিংস এসেছে ৭৯ বলে। সাকিবের ব্যাটে ভর করে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৯ উইকেট হারিয়ে ২৮০ রান তুলেছে।
সাকিব ফর্মে ফিরলেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের এখনই খেলছেন না তিনি। চট্টগ্রামে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম তিনটি খেলতে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ সেখানেই হবে। এরপর ঢাকায় শেষ দুই ম্যাচ খেলতে দেখা যেতে পারে তাকে।
- বিষয় :
- সাকিব আল হাসান
- ডিপিএল-২০২৪