মুস্তাফিজ ফিরলে সাইফউদ্দিনের জায়গা কোথায়

ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৪ | ১৬:৩০
ইনজুরি আর অফফর্মে গেল টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ মিস করেছেন। এবার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্র ও উইন্ডিজ বিশ্বকাপে খেলতে চান সাইফউদ্দিন। সে পথের শুরুটা দারুণ করেছেন। ১৮ মাস পর দলে ফিরে ১৫ রানে নিয়েছেন তিন উইকেট। যদিও মুস্তাফিজ ফিরলে জায়গা হারানোর শঙ্কা আছে এই তারকার।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টির দলে নেই মুস্তাফিজুর রহমান। আইপিএল খেলে দেশে ফিরলেও প্রথম তিন ম্যাচে তাকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। শেষ দুই টি-টোয়েন্টি মুস্তাফিজ ফিরলে একাদশে জায়গা হারানোর শঙ্কা নিয়ে সাইফউদ্দিন জানান, আমার জন্য ভালো করাটা গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু এক দুই ম্যাচ পরে ফিজ (মুস্তাফিজ) আসবে। সেক্ষেত্রে সেরা একাদশে কী হবে না হবে ম্যানেজমেন্ট ভালো জানে। তারপরও আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি ভালোটা দেয়ার। মোটামুটি হয়েছে। যদি আরও ভালো করতে পারতাম আরও ভালো লাগত।
১৮ মাস পর জাতীয় দলে ফিরে পারফর্ম করা নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রায় ১৮ মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম। আমার জন্য কিছুটা কঠিন ছিল। বিশ্বকাপ দলে বা স্কোয়াডে যদি স্থায়ীভাবে সুযোগ পেতে চাই আমার কাছে পারফরম্যান্সের বিকল্প নেই। এর আগেও ২০২২ সালে শেষ মুহূর্তে আমি বাদ পড়ি পারফরম্যান্সের কারণে। এ কারণে অনেক সিরিয়াস ছিলাম পারফর্ম করার জন্য।’