সাকিব দুষ্টুমি করেছেন, ধারণা পাপনের

বিসিবি সভাপতি পাপন ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২৪ | ২০:০০
সাকিব আল হাসান ও রুবেল হোসেনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। মুখ নিচু করে দাঁড়িয়ে থাকা রুবেলের মুখে আদুরে ভঙ্গিতে হাত দিয়ে দুষ্টুমির মুখাবয়ব করেন সাকিব। রুবেলের নতুন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের ওই অনুষ্ঠানে ডিপিএল নিয়েও একটি মন্তব্য করেন সাকিব আল হাসান।
তিনি জানান, সামনে টি-২০ বিশ্বকাপ থাকায় ডিপিএলের সুপার লিগ পর্ব টি-২০ ফরম্যাটে হলে ভালো হতো। সোমবার ডিপিএলের শিরোপা জয়ী আবাহনী লিমিটেডের ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দিতে এসে বিষয়টি নিয়ে মন্তব্য করেন যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ডিপিএল’ টি-২০ ফরম্যাটে করার দাবিকে দুষ্টুমি বলে অ্যাখ্যা দিয়েছেন বিসিবি বস, “ডিপিএল তো লিস্ট ‘এ’ টুর্নামেন্ট। হঠাৎ করে লিস্ট ‘এ’ লিগকে কীভাবে টি-২০ করে দিতে পারি? এটা কী ইচ্ছে মতো করা যায়! এটার কোন সুযোগই নেই। কথাটা হয়ত সাকিব দুষ্টুমি করে বলেছে।”
জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ না খেলে ডিপিএলে খেলেছেন সাকিব আল হাসান। পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের ফিটনেসে ফিরতে সাকিব ডিপিএল খেলছেন বলে বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ খেলে বিশ্বকাপের প্রস্তুতি না নিয়ে ডিপিএল কেন খেলছে এই প্রশ্নও করেছেন পাপন।