লাইভ
ছোট্ট জয়ে সিরিজ বাংলাদেশের

তানজিম সাকিবের উইকেট উদযাপন। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৪ | ১৭:২৪ | আপডেট: ০৭ মে ২০২৪ | ১৮:৫৪
জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাওয়া ছিল বাংলাদেশ দলের প্রথম লক্ষ্য। এরপর সিরিজ জয়ে মনোযোগ দেন নাজমুল শান্তরা। যে কারণে খুব একটা পরীক্ষা-নিরীক্ষায় যায়নি দল। মঙ্গলবার ৯ রানের জয়ে ওই সিরিজ নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। দুই ম্যাচ হাতে রেখে শান্তরা সিরিজ জিতলেও ভক্তদের মন জিততে পেরেছে কিনা তা নিয়ে থেকে গেছে প্রশ্ন।
বিপর্যয় থেকে জিম্বাবুয়ের লড়াই: বাংলাদেশের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে নেমে জিম্বাবুয়ে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলেছে। দলটি ৯১ রানে অষ্টম উইকেট হারিয়ে ধুঁকছিল। সেখান থেকে তাদের লড়াইয়ে ফেরান বাঁ-হাতি পেসার ফারাজ আকরাম। দুটি করে চার ও ছক্কায় ১৯ বলে ৩৪ রান করেন তিনি। দলটির হয়ে ৩১ রান করেন ওপেনার মারুমানি। এর আগে জয়লর্ড গাম্বি (৯), ব্রায়ান ব্যানেট (৫), ক্রেগ আরভিন (৭) ও সিকান্দার রাজা (১) ব্যর্থ হয়ে ফিরে যান।
ব্যাটিংয়ের ত্রাতা হৃদয়: টপ অর্ডারের লিটন দাস ও নাজমুল শান্ত এদিনও ব্যর্থ হন। প্রথম ম্যাচে ফিফটি পাওয়া তানজিদ তামিম দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও সেট হয়ে ফিরে যান। দলের বিপদে হাল ধরে ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। প্রথম ম্যাচে ঝড়ো একটা ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেও হন সেরা ক্রিকেটার। জাকের আলী ৪৪ রান করে আউট হন। তানজিদ তামিম ২২ বলে ২১ রান করেন। ওপেনার লিটন দাস ১৫ বলে ১২ রান করে স্কুপ খেলতে গিয়ে সাজঘরে ফেরেন। নাজমুল শান্ত ৬ রান করে বোল্ড হন।
রান দিয়ে উইকেট শিকার সাইফউদ্দিন-রিশাদের: জিম্বাবুয়ে শিবিরে প্রথম তিন ধাক্কা দেন পেসাররা। এর মধ্যে ২ উইকেট নেন সাইফউদ্দিন। পরে আরও একটি উইকেট নিলেও ৪ ওভারে ৪২ রান খরচ করেন তিনি। লেগ স্পিনার রিশাদ ২ উইকেট নেন ৩ ওভারে ৩৮ রান দিয়ে। এছাড়া স্পিনার তানভির ও মাহমুদুল্লাহ এবং পেসার তাসকিন একটি করে উইকেট নেন।