ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

একাদশে সাকিব-সৌম্য-ফিজ ঢুকলে বাদ কারা? 

একাদশে সাকিব-সৌম্য-ফিজ ঢুকলে বাদ কারা? 

অনুশীলনের ফাঁকে সাকিব-মুস্তাফিজ। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৪ | ১২:৩৭ | আপডেট: ১০ মে ২০২৪ | ১২:৪৩

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচেই জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দলের। তবে সিরিজ জিতলেও দুশ্চিন্তা কাটেনি টাইগার টিম ম্যানেজমেন্টের। কারণ ওপেনার লিটন দাস এবং টপ অর্ডার ব্যাটার ও অধিনায়ক নাজমুল শান্ত রান পাননি। ঢাকায় শেষ দুই ম্যাচের দলে আবার ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান।

শেষ দুই ম্যাচের একাদশে এই তিন ক্রিকেটার ঢুকলে বাদ পড়বেন কে? কঠিন প্রশ্নের সহজ করে উত্তর দেওয়া যায়। পেসার মুস্তাফিজ খেলবেন বিশ্রামে থাকা শরিফুল ইসলামের জায়গায়। সাকিব আল হাসান ফিরলে শেখ মাহেদী ও রিশাদ আহমেদের একজনকে বেঞ্চে বসতে হবে। সৌম্য ওপেনিংয়ে ফিরলে তানজিদ তামিম ও লিটন দাসের একজন বাদ পড়বেন। ফর্ম বিবেচনায় লিটন দাসের বাদ পড়ার সম্ভাবনা বেশি। 

কিন্তু টিম ম্যানেজমেন্টের এতো সহজ করে ভাবলে চলছে না। বিশ্বকাপের আগে লিটন ও শান্তর ব্যাটে রান চান তারা। যে কারণে লিটন দাসকে ঢাকার শেষ দুই ম্যাচেও খেলাতে চান তারা। আবার অভিষেক সিরিজে তানজিদ তামিমকে তিন ম্যাচ খেলিয়ে বসিয়ে দেওয়ার পক্ষে নয় ম্যানেজমেন্ট। তাকেও সুযোগ দিতে চায়। 

সেক্ষেত্রে লিটন দাসকে মিডল অর্ডারে খেলানোর কথা ভাবছেন কোচ-নির্বাচকরা। তাকে মিডলে টানলে ফিনিসার রোলের মাহমুদউল্লাহ ও জাকের আলীর মধ্যে একজনকে বেঞ্চে বসতে হবে। ওই দু’জনই আবার পারফর্ম করছেন। সত্যিই যদি জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে লিটন মিডল অর্ডারে খেলেন সেক্ষেত্রে বাদ পড়ার সম্ভাবনা মাহমুদউল্লাহরই বেশি। টিম ম্যানেজমেন্টও তেমনই ভাবছে বলে জানা গেছে। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, তানজিদ তামিম, নাজমুল শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী, সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। 

আরও পড়ুন

×