ভয়াবহ ধস বাংলাদেশের, ৪২ রানে নেই ১০ উইকেট

ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৪ | ১৭:৪০ | আপডেট: ১০ মে ২০২৪ | ২০:২১
তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ওপেনিং জুটিতে বাংলাদেশ বড় স্কোরের আশা জাগায়। কিন্তু শতাধিক রানের জুটি ভাঙতেই ভেঙে পড়ে ব্যাটিং লাইন। পরবর্তী ৪২ রানে আরও ৯ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ১৪৩ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১০ ওভারে ৯০ করার পর টাইগারদের ইনিংস থেমেছে ১৯.৫ ওভারে।
সিরিজে দ্বিতীয় ফিফটিতে ৩৭ বলে ৫২ রান করেন তানজিদ। আরেক ওপেনার সৌম্য সরকার করেন ৩৪ বলে ৪১ রান। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ১০১ রান। এরপর আর কেউই উইকেটে টিকতে পারেননি। তিন নম্বরে নামা তাওহিদ হৃদয় করেন ১২ রান।আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। ২০ রানে ৩ উইকেট নেন লুক জঙ্গি। এছাড়া ব্রায়ান বেনেট ও রিচার্ড এনগারাভা নেন ২ উইকেট।
ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা, ২৯ রানে নেই ৭ উইকেট
তানজিদের বিদায়ে দলীয় ১০১ রানে প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর ২৯ রান তুলতেই আরও ছয়টি উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এমন ব্যাটিং বিপর্যয়ে লড়াইয়ের পুঁজি উঠাতে পারবে কিনা তা নিয়েই শঙ্কা বাংলাদেশ দলের।
১০ মাস পর দলে ফিরে ১ রানে বোল্ড সাকিব
জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচ দিয়েই ১০ মাস পর টি-টোয়েন্টি দলে ফেরেন সাকিব। তবে ফেরাটা সুখখর হয়নি সাকিবের। বেনেটের ঘূর্ণিতে বোল্ড হওয়ার আগে মাত্র ১ রান করেন তিনি। সাকিবের পর ফিরলেন অধিনায়ক শান্তও। ৭ বল খেলে দুই রান করেন তিনি
ইনিংস বড় করতে পারেননি হৃদয়
আগের ম্যাচেই ফিফটি পেয়েছেন। তবে এবার ইনিংস বড় করতে পারেননি তাওহিদ হৃদয়। ৮ বলে ১২ রান করেই প্যাভিলিয়নে ফিরেছেন।
তানজিদের পর সৌম্যকে হারাল বাংলাদেশ
তানজিদ আক্রমণাত্মক হলেও শুরুর দিকে হাত খুলতে পারেননি সৌম্য। পাওয়ারপ্লের পর রানের গতি বাড়ান তিনি। শেষ পর্যন্ত ৩৪ বলে ৪১ রান করে ফিরেছেন সাজঘরে।
শতরানের জুটি গড়ে সাজঘরে তানজিদ
শুরু থেকেই আক্রমণাত্বক ছিলেন। আউট হওয়ার আগে করেছেন ৩৭ বলে ৫২ রান। তার বিদায়ে সৌম্যের সঙ্গে ভেঙেছে তার শতরানের জুটি।
তানজিদের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ
৩৪ বলে ফিফটির দেখা পেয়েছেন টাইগার ওপেনার তানজিদ তামিম। অভিষেক ম্যাচেও ফিফটি পেয়েছিলেন। সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলার পর চতুর্থ ম্যাচে আরেকটি ফিফটি পেলেন তিনি। ৭ চার ও এক ছক্কায় ফিফটি পেয়েছেন তানজিদ।
আক্রমণাত্বক তানজিদে পাওয়ারপ্লেতে বাংলাদেশের ‘ফিফটি’
প্রথম ম্যাচে অপরাজিত ফিফটির পর পরের দুই ম্যাচে ইনিংস বড় করতে পারেননি তানজিদ হাসান তামিম। চতুর্থ ম্যাচে আক্রমণাত্বক শুরু করেছেন টাইগার এই ওপেনার। সৌম্যকে নিয়ে পাওয়ারপ্লে কাজে লাগিয়ে দ্রুত রান তুলছেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ৫৭ রান তুলেছে দুই ওপেনার। সিরিজে চার ম্যাচের মধ্যে পাওয়ার প্লেতে এটাই সর্বোচ্চ রান বাংলাদেশের।
৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৭ রান। তানজিদ ৪১ ও সৌম্য ৫ রানে খেলছেন।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন
জিম্বাবুয়ের জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। চতুর্থ এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
টাইগারদের লক্ষ্য এখন হোয়াইটওয়াশ। এই মিশনের ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে প্রথমে বোলিং নিয়েছে। অর্থাৎ নাজমুল হোসেন শান্তর দল ব্যাটিং করবে।
ম্যাচ শুরুর আগে চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বিমানবাহিনীর নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিটের নীরবতা পালন করার কথা জানায় বিসিবি।
চতুর্থ টি–টোয়েন্টির একাদশে নেই মাহমুদউল্লাহ, লিটন দাস ও মোহাম্মদ সাইফউদ্দিন। দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। পরিবর্তন এসেছে জিম্বাবুয়ে একাদশেও।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাশে মারুমানি, জোনাথন ক্যাম্পবেল, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, রায়ান বার্ল, লুক জঙ্গি, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও ফারাজ আকরাম।
- বিষয় :
- বাংলাদেশ-জিম্বাবুয়ে-২০২৪