ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নিখুঁত সমাপ্তির প্রত্যাশায়

নিখুঁত সমাপ্তির প্রত্যাশায়

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৪ | ০৯:৩৪

জিম্বাবুয়ের বিপক্ষে ৪-০তে এগিয়ে গেলেও নাজমুল হোসেন শান্তদের পারফরম্যান্স মন ভরাতে পারেনি। বিশেষ করে ব্যাটিং কোনোভাবেই প্রত্যাশা মেটাতে পারছে না। গত ম্যাচে ফিল্ডিংও বাজে হয়েছে। অথচ বিশ্বকাপের আগে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে সব বিভাগে নিজেদের ঝালিয়ে নেওয়ার মোক্ষম সুযোগ ছিল। আজ সিরিজের শেষ ম্যাচ, যেটি শুরু হবে সকাল ১০টা থেকে। এই ম্যাচে অন্তত নিখুঁত পারফরম্যান্স করতে মরিয়া বাংলাদেশ শিবির, যেন বিশ্বকাপের আগে শেষ সুযোগটা কাজে লাগানো যায়।

এ সিরিজে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তা ব্যাটিং। ওপেনিংয়ে লিটন টানা ব্যর্থ হওয়ায় টপ অর্ডার নিয়েই চিন্তায় পড়ে গিয়েছিল টিম ম্যানেজমেন্ট। চতুর্থ ম্যাচে সৌম্য ও তানজিদ তামিম জুটিতে টি২০তে বাংলাদেশ তৃতীয়বারের মতো সেঞ্চুরির জুটি গড়ে কিছুটা স্বস্তি দিয়েছে। তবে ১০১ রানের ওপেনিং জুটির পর ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ৪২ রানে পতন হয় ১০ উইকেট। সাকিব-মুস্তাফিজের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত ৫ রানের ম্যাচটি জিতলেও ব্যাটিং নিয়ে চিন্তা দূর হচ্ছে না। 

পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য ব্যাটিং নিয়ে আরও সতর্ক থাকার কথা বলেছেন, ‘সৌম্য ও তামিমের ওপেনিং জুটিতে আমরা খুবই খুশি। এর পরও আমাদের আরেকটু সতর্ক হয়ে ব্যাট চালানো উচিত ছিল।’ শেষ ম্যাচে ব্যাটিং পুরো ছন্দে ঘুরে দাঁড়াবে বলেও বিশ্বাস অধিনায়কের। চতুর্থ ম্যাচে নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ফিল্ডিং। তিনটি সহজ ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। 

চলতি সিরিজের চার ম্যাচের তিনটি হয়েছে ফ্লাডলাইটে, সেগুলো শুরু হয়েছে সন্ধ্যা ৬টা থেকে। বিকেল ৩টা থেকে শুরু হওয়া ম্যাচটি হয়েছে দিনের আলোতে। আজকের ম্যাচটি শুরু হবে সকাল ১০টা থেকে। বাংলাদেশের মাটিতে কোনো আন্তর্জাতিক টি২০ ম্যাচ এই সকালে হয়নি। 

এর ব্যাখ্যা দিতে গিয়ে বিসিবি ক্রিকেট অপারেশন্স পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, আসন্ন টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিরিজে ভিন্ন ভিন্ন সময়ে ম্যাচ আয়োজন করা হয়েছে। সেখানে সকাল, বিকেল ও সন্ধ্যায় বাংলাদেশের ম্যাচ রয়েছে বলেই এ সিরিজে সেভাবে সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

×