ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আগামী মৌসুমে অনেক আনন্দ দেবেন, কথা দিলেন নেইমার

আগামী মৌসুমে অনেক আনন্দ দেবেন, কথা দিলেন নেইমার

ব্রাজিলের আল হিলাল ফুটবলার নেইমার জুনিয়র। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৪ | ২০:৫১

বার্সেলোনা ছেড়ে পিএসজি যোগ দেওয়ার পর থেকে ইনজুরি জর্জরিত নেইমার জুনিয়র। ইউরোপের ফুটবল ছেড়ে আল হিলালে যোগ দিলেও ইনজুরি তার পিছু ছাড়েনি। শেষ হতে যাওয়া মৌসুমের প্রায় পুরোটা মাঠের বাইরে ছিলেন তিনি। তাকে ছাড়াই অবশ্য লিগ শিরোপা জিতেছে আল হিলাল। 

সতীর্থদের সঙ্গে ওই শিরোপা উদযাপন করতে এসেছিলেন কোপা আমেরিকার ব্রাজিল দল থেকে বাদ পড়া নেইমার। সেখানে জানিয়েছেন, তিনি পুরোপুরি ফিট হওয়ার পথে আছেন। মাঠে ফিরতে এবং আগামী মৌসুমে ভক্তদের আনন্দ দিতে মুখিয়ে আছেন। 

নেইমার বলেন, ‘অবশ্যই আমি খুব খুশি। শিরোপা জেতা সবসময়ই আনন্দের। সবচেয়ে ভালো হতো, সতীর্থদের সঙ্গে মাঠে থাকতে পারলে, তবে আমি আমার সতীর্থদের জন্য খুশি। আমি এখন ভালো আছি। মাঠে ফেরার জন্য তর সইছে না। এখানকার ভক্তরা অসাধারণ।’ 

সব ঠিক থাকলে ইনজুরি মুক্ত হয়ে জুলাইয়ে মাঠে ফিরতে পারবেন নেইমার। ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘দূর্ভাগ্যজনকভাবে, চলতি মৌসুমে ভক্তদের আমি তাদের প্রত্যাশা মতো কোন আনন্দ দিতে পারিনি, কিন্তু কথা দিচ্ছি আগামী মৌসুমে আমরা একসঙ্গে অনেক আনন্দ করবো।’ 
 

আরও পড়ুন

×