ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইয়র্কার দিতে পারেননি তাই বাদ সাইফউদ্দিন! 

ইয়র্কার দিতে পারেননি তাই বাদ সাইফউদ্দিন! 

পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৪ | ১৫:২৩ | আপডেট: ১৪ মে ২০২৪ | ১৫:২৭

দীর্ঘ ইনজুরি কাটিয়ে বিপিএল দিয়ে মাঠে ফিরেছিলেন সাইফউদ্দিন। ফরচুন বরিশালের দলে ব্রেক থ্রু হয়ে এসেছিলেন তিনি। দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন। যে কারণে প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফেরানো হয়েছিল তাকে।

কিন্তু এক সিরিজ পরের বিশ্বকাপ দলে জায়গা হয়নি ডানহাতি পেসার ও বাঁ-হাতি এই ব্যাটারের। তাকে বাদ দিয়ে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে তরুণ তানজিম সাকিবকে। বিসিবির প্রধান নির্বাচক দু’জনের মধ্যে একজনকে বেছে নেওয়ার ক্ষেত্রে তানজিমের একাগ্রতা ও  সাইফউদ্দিনের ইয়র্কার দিতে না পারার কথা উল্লেখ করেছেন।

দল ঘোষণার পর প্রশ্নের জবাবে বিসিবির প্রধান নির্বাচক লিপু বলেন, ‘তানজিম সাকিব শ্রীলঙ্কার সিরিজেও দলের সঙ্গে ছিল। তার একাত্মতা, সেরাটা মাঠে দেওয়ার প্রচেষ্টার বিষয়টি তাকে এগিয়ে রেখেছে। আমরা সাইফউদ্দিনকে যে কারণে দেখতে মুখিয়ে ছিলাম, তা হলো ওর ব্যাটিং। কিন্তু সিরিজে ব্যাটিংয়ের সুযোগ পায়নি। আরেকটি হলো- ডেথ ওভারে তার ইয়র্কার করার এবিলিটি ছিল। সেটা অনেক কম দেখা গেছে।’

প্রধান নির্বাচক লিপু জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে তার স্লগে বোলিং করার, ইয়র্কার দেওয়ার যে দক্ষতা তারা দেখেছিলেন, আন্তর্জাতিক ম্যাচে এসে অনেক তারতম্য দেখেছেন তারা। বিশ্বকাপের জন্য আইসিসির কাছে যে প্রাথমিক দল পাঠানো হয়েছিল, সেখানেও সাইফউদ্দিনের নাম ছিল বলে দাবি করেছেন সাবেক এই অধিনায়ক।

বিশ্বকাপ দলে তাসকিন আহমেদ অনিশ্চিত থাকলেও তাকে রাখা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে সহঅধিনায়কের দায়িত্ব। যদিও নির্বাচক লিপুর কথা অনুযায়ী, শুরুতে খেলতে পারবেন না তাসকিন। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ দলে পেস আক্রমণে তাসকিন, মুস্তাফিজ ও শরিফুলের নাম চূড়ান্ত ছিল। এদের বিকল্প হিসেবে রাখা হয়েছিল হাসান মাহমুদকে। বিশ্বকাপে তাকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে।

বাংলাদেশের টি-২০ বিশ্বকাপের দল: নাজমুল শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহঅধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, তানভীর ইসলাম, শেখ মাহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম সাকিব।

রিজার্ভ ক্রিকেটার: হাসান মাহমুদ ও আফিফ হোসেন।

আরও পড়ুন

×