শান্তদের বিশ্বকাপযাত্রা: ছোট লক্ষ্য আর ভালো ক্রিকেটের প্রত্যাশা

কোচ হাথুরুসিংহে ও অধিনায়ক নাজমুল শান্ত। ছবি: বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০২৪ | ১০:৫৬
টি২০ বিশ্বকাপে তেমন কোনো অর্জন নেই বাংলাদেশের। এবারও সীমিত স্বপ্ন নিয়ে বিশ্বকাপ যাত্রা করেছে টাইগার বাহিনী। গতকাল গভীর রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন নাজমুল হোসেন শান্তরা। একই দিন দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিশ্বকাপ দল, প্রত্যাশা এবং সম্ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।
প্রশ্ন: দল নির্বাচনে আপনার ভূমিকা সম্পর্কে বলবেন, কী ধরনের চাওয়া ছিল?
শান্ত: দল নির্বাচনের বিষয়টা নিয়ে আমরা অনেক আগে থেকেই আলোচনা করছিলাম। শুধু যে জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু হয়েছে তা না। এর আগে থেকে আমাদের মধ্যে কথাবার্তা চলত। আমরা কোন কম্বিনেশনে যাব। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এবং প্রতিটি মিটিংয়ে আমি ছিলাম, কোচ ছিলেন তিন নির্বাচকের সঙ্গে। আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্তে বিশ্বকাপ দল হয়েছে।
প্রশ্ন: আপনারা কোন দিক থেকে সাইফউদ্দিনের চেয়ে সাকিবকে এগিয়ে রেখেছেন?
শান্ত: সাকিবের বলের গতি সাইফউদ্দিনের চেয়ে একটু বেশি। সাইফউদ্দিনের কাছ থেকে আমরা যা আশা করছিলাম, তাতে একটু কমতি ছিল। একদম বিস্তারিত বলতে চাই না। দু’জনই খুব কাছাকাছি ছিল। সাকিবের ওপর আমাদের আত্মবিশ্বাস কিছুটা বেশি ছিল। কন্ডিশন বিবেচনা করে সব মিলিয়ে আমাদের মনে হয়েছে, সাকিবকে নিলে ভালো হবে।
প্রশ্ন: ফর্মে না থাকা লিটনকে দলে নেওয়ার কারণ কী?
শান্ত: লিটন আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। যদিও কয়েকটা সিরিজ ভালো যায়নি। এটা হতে পারে। শেষ মুহূর্তে আমরা চাইনি নতুন একজন খেলোয়াড় দলে আসুক। এজন্য আমরা অভিজ্ঞতাকে মূল্য দিয়েছি। আমি আশা করি, লিটন ভালো করবে।
প্রশ্ন: এবার বিশ্বকাপে দলের কাছে আপনার প্রত্যাশা কতটা?
শান্ত: বাংলাদেশের সবাই প্রত্যাশা করবে। আমি এবং আমাদের প্রত্যেকটি খেলোয়াড় আশা করি, আমরা অনেক ভালো ক্রিকেট খেলব। আমরা ছোট ছোট পরিকল্পনা নিয়ে গ্রুপ পর্ব পার হওয়ার চেষ্টা করলে সহজ হবে। আমাদের গ্রুপ খুব একটা দুর্বল না। আমরা গ্রুপ পর্ব পার হতে পারলে আবার আলাদাভাবে পরিকল্পনা করতে পারব। আমি বিশ্বাস করি, টি২০তে ছোট দল, বড় দল বলে কিছু নেই। নির্দিষ্ট দিনে আমরা ভালো ক্রিকেট খেলতে পারলে যে কোনো দলকে হারানো সম্ভব।
প্রশ্ন: তাসকিনকে শেষ পর্যন্ত না পেলে বিকল্প কে হবে?
শান্ত: আমরা এমন আশা করছি না, তাসকিন থাকবে না। আমরা আশা করছি, তাসকিন সুস্থ হয়ে প্রথম ম্যাচ থেকেই খেলবে। আমাদের দলের মূল বোলার সে। তাসকিন না থাকতে পারলে বিকল্প নিয়ে এগোতে হবে। তবে আমার মনে হয়, সে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবে।
প্রশ্ন: আপনাদের হাতে কি যথেষ্ট বিকল্প রয়েছে?
শান্ত: বিকল্প নিয়ে এখন চিন্তা করতে চাই না। আমরা চাই সবাই যেন প্রস্তুত থাকে। হাসান মাহমুদ দলের সঙ্গে যাবে, সে যেন প্রস্তুত থাকে।
প্রশ্ন: এই প্রথম একজন লেগ স্পিনার নিয়ে বিশ্বকাপ যাচ্ছেন, রিশাদকে অলরাউন্ডার হিসেবে দেখেন কিনা?
শান্ত: আমাদের খুব ভালো একজন লেগ স্পিনার আছে। সে প্রায় সব ম্যাচেই পারফর্ম করছে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে। সে অন্যতম সেরা ফিল্ডার আমাদের দলের। সে পূর্ণাঙ্গ প্যাকেজ। সেরাটা দিতে পারলে দল অনেক উপকৃত হবে।
প্রশ্ন: ব্যাটাররা রান না করে বিশ্বকাপ খেলতে যাচ্ছে। সাইফউদ্দিন ৮ উইকেট নিয়েও দলে সুযোগ পেল না, এটা কি দুর্ভাগ্য?
শান্ত: ব্যাটার-বোলার যদি একসঙ্গে সবার তুলনা করতে চান, তাহলে খুবই কঠিন। সাইফউদ্দিন এবং সাকিব খুবই কাছাকাছি ছিল। আমরা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি। এমন না যে উইকেট কম-বেশি নেওয়ার কারণে বাদ দিয়েছি বা নিয়েছি। জিনিসটা হলো, দলের কী প্রয়োজন। আমাদের মনে হয়েছে, সাকিব দলের জন্য বেটার কিছু করতে পারবে।
প্রশ্ন: আপনার ও লিটনের রান করতে না পারার কারণ?
শান্ত: লিটন এবং আমার কথা যা বললেন, আমার মনে হয় না এটা খুব ভালো উইকেটে আমরা খেলেছি; ইভেন চট্টগ্রামেও। অবশ্যই রানে থাকলে দলের জন্য ভালো। আমরা শেষ মুহূর্তে চাইনি নতুন কেউ চলে আসুক। আমরা যে ভুলটা হয়তো অতীতে করেছি, আমরা চেয়েছি যে দলটা আমাদের থাকবে, তা নিয়ে যেন বিশ্বকাপে যাই। আমার দলের সবাই ক্লিয়ার মাইন্ডে আছে। আশা করব, সবাই সেখানে গিয়ে সেভাবে ডেলিভারি করবে।
প্রশ্ন: সম্ভবত সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের শেষ টি২০ বিশ্বকাপ। তাদের মতো সিনিয়র ক্রিকেটারদের বিদায়টা রাঙাতে বিশ্বকাপে বড় কিছু করার ইচ্ছা কতটা?
শান্ত: শেষ বিশ্বকাপ কিনা জানি না। আমরা অবশ্যই চাইব তাদের ভালো একটা মেমোরি দেওয়ার। অবশ্যই এটা আমাদের দায়িত্ব। তাদের যে রোলটা আছে, তারা যদি তা করতে পারেন, দল উপকৃত হবে। তাদের অভিজ্ঞতা যা আছে, তা প্রত্যেকটি খেলোয়াড়ের মধ্যে ছড়িয়ে দিলে আমরা অনেক ভালো অবস্থানে থাকব।
প্রশ্ন: বলা হয়, টি২০ বিশ্বকাপে যে কেউ যে কোনো কিছু করে ফেলতে পারে। আপনারা কী করবেন?
শান্ত: আশা তো করছি। নির্দিষ্ট দিনে সবার দায়িত্ব পালন করাটা জরুরি। আমি আশা করি, সবাই সবার জায়গা থেকে তা করবে। আমার যেসব জায়গায় কাজ করার দরকার, সেগুলো আমি করছি। আশা করি, আমি ভালোভাবেই কামব্যাক করব বিশ্বকাপে।
প্রশ্ন: বোলিং বিভাগ কেমন হয়েছে?
শান্ত: আমাদের বোলিং ডিপার্টমেন্ট আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। টি২০তে আমি মনে করি, বোলাররা ভালো করলে জেতার সম্ভাবনা থাকে বেশি। টি২০তে আমি মনে করি, বোলাররা বেশি ম্যাচ জেতায়। ওয়েস্ট ইন্ডিজে আশা করি স্পিন সহায়ক হবে। স্পিনে আমাদের ভালো ভ্যারিয়েশন আছে।
প্রশ্ন: সুযোগ থাকলে লিটনকে বদলাতেন?
শান্ত: না। আমরা আরও আগে থেকে বিশ্বকাপ নিয়ে প্ল্যান করছিলাম। আমরা এখান থেকে চেয়েছি যত বেশি প্রস্তুত হয়ে বিশ্বকাপে যেতে পারি। এই সিরিজগুলো থেকে আমরা কীভাবে আত্মবিশ্বাস নিয়ে যাব, সে চেষ্টাই করেছি।
প্রশ্ন: বাংলাদেশ ১৬০-১৬৫ রান করে খেলতে যাচ্ছে। বিশ্বকাপে ২০০ রান তাড়া করতে হলে কী করবেন?
শান্ত: আমাদের যে শক্তিমত্তা তার ওপর নির্ভর করে ১৬০-১৭০-এর জন্য খেলব। যদি ভালো দিন হয়, তখন ২শর জন্য খেলব। কিন্তু তার মানে এই নয়, শুরু থেকেই আমরা ২০০ রানের জন্য খেলা শুরু করব।